সিলেটের কোম্পানীগঞ্জে পৌঁছে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করেছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমেদ। আজ শনিবার সকালে কোম্পানীগঞ্জ থানা বাজার পয়েন্টে খাদ্যসামগ্রী বিতরণ করেন তিনি।
মন্ত্রী বলেন, ‘বন্যার্তদের জন্য ত্রাণের কোনো অভাব নেই। আপনারা আপাতত কষ্টে আছেন। তবে আমি চেষ্টা করছি আপনাদের কষ্ট কমিয়ে আনার। পানি কমে গেলে আমরা পুনর্বাসনেরও ব্যবস্থা করব।’
মন্ত্রী আরও বলেন, ‘বন্যার্তদের জন্য ত্রাণ নিয়ে তৎপর থাকায় স্থানীয় প্রশাসনকে ধন্যবাদ জানাচ্ছি।’
ত্রাণ বিতরণকালে উপস্থিত ছিলেন সিলেটের জেলা প্রশাসক মো. মজিবর রহমান, জেলা পরিষদের প্রশাসক জয়নাল আবেদীন, কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা লুসিকান্ত হাজং, গোয়াইনঘাট সরকারি কলেজের অধ্যক্ষ মো. ফজলুল হক, কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকান্ত চক্রবর্তী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলী আমজাদ, সাধারণ সম্পাদক আপ্তাব আলী কালা মিয়া, জেলা পরিষদের সাবেক সদস্য ও উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তামান্না আক্তার হেনা, উপজেলা পরিষদের সাবেক অস্থায়ী চেয়ারম্যান মো. ইয়াকুব আলী, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, অখিল বিশ্বাসসহ স্থানীয় আওয়ামী লীগ এবং অঙ্গসংগঠনের নেতারা।