হোম > সারা দেশ > সিলেট

শাবি প্রেসক্লাবের নতুন কমিটির সভাপতি রুদ্র, সম্পাদক হাসান

শাবিপ্রবি প্রতিনিধি

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) কর্মরত সাংবাদিকদের সংগঠন ‘শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব’র ১৯তম কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। এতে সভাপতি হিসেবে দৈনিক কালের কণ্ঠের প্রতিনিধি নুরুল ইসলাম রুদ্র ও সাধারণ সম্পাদক হিসেবে দৈনিক আমাদের সময়ের প্রতিনিধি হাসান নাঈম নির্বাচিত হয়েছেন।

আজ বৃহস্পতিবার দুপুর ২টার দিকে শাবি প্রেসক্লাব কার্যালয়ে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. এস এম সাইফুল ইসলাম।

কমিটির নির্বাচিত অন্য সদস্যরা হলেন, সহসভাপতি দৈনিক কালবেলার প্রতিনিধি রাহাত হাসান মিশকাত, যুগ্ম-সাধারণ সম্পাদক দৈনিক যুগান্তরের প্রতিনিধি জুবায়েদুল হক রবিন, কোষাধ্যক্ষ দৈনিক আজকের পত্রিকার প্রতিনিধি তানভীর হাসান, দপ্তর সম্পাদক মানবজমিনের প্রতিনিধি নাঈম আহমদ শুভ।

এছাড়া কার্যকরী সদস্য হিসেবে আদনান হৃদয় (দৈনিক অধিকার), নুর আলম (দৈনিক সিলেট বাণী) এবং সাগর হাসান শুভ্র (দৈনিক যুগভেরী) নির্বাচিত হয়েছেন।

এর আগে আজ সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব কার্যালয়ে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এ ছাড়া নির্বাচনে নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন সহযোগী অধ্যাপক ড. মো. শাহজাহান মিয়া এবং সহকারী অধ্যাপক মাজেদুল ইসলাম খান।

শাকসু নির্বাচন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত বুধবার

প্রশাসনের অভিযানে ১০ নৌকা কেটে ধ্বংস

শাকসু নির্বাচনের দাবিতে শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা

শাকসু নির্বাচনের দাবিতে ফের বিক্ষোভে শিক্ষার্থীরা

১৩ ঘণ্টা অবরুদ্ধ থাকার পরে মুক্ত শাবি ভিসি, প্রোভিসি

হাইকোর্টের স্থগিতাদেশের বিরুদ্ধে আপিলের রায়ের পরদিনই শাকসু নির্বাচন, সিন্ডিকেটে সিদ্ধান্ত

অবরুদ্ধ শাবিপ্রবির ভিসি ও প্রো-ভিসি, পদত্যাগ দাবি

শাকসু নির্বাচনের দাবিতে আজ রাত ৯টা পর্যন্ত শিক্ষার্থীদের আলটিমেটাম

রিটকারী ভিপি প্রার্থী মমিনুর রশিদ শুভকে শাবিতে অবাঞ্ছিত ঘোষণা

হাইকোর্টে শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে সিলেটে মহাসড়ক অবরোধ, তীব্র যানজট