সিলেটে ট্রাকের সঙ্গে ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে সাইদুর রহমান (২৮) নামে এক ট্রাক্টরচালক নিহত হয়েছেন। আজ শুক্রবার সকালে সিলেট-তামাবিল সড়কের খাদিমপাড়া জহিরিয়া উচ্চবিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে। সাইদুর খাদিমপাড়া ইউনিয়নের মলাইটিলা এলাকার আয়াছ আলীর ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ৮টার দিকে সিলেট-তামাবিল সড়কে বেপরোয়া গতির একটি ট্রাকের সঙ্গে ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে উভয় গাড়ি রাস্তার পাশে খাদে পড়ে ঘটনাস্থলেই ট্রাক্টরচালকের মৃত্যু হয়।
সিলেট মহানগর পুলিশের শাহপরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মো. আনিসুর রহমান এ তথ্য নিশ্চিত করে আজকের পত্রিকাকে জানান, ট্রাক রেখে চালক ও হেলপার পালিয়ে গেছে। তাঁদের গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।