হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের (হকৃবি) কথিত অবৈধ নিয়োগ বাতিলের দাবিতে ৭ দিনের আলটিমেটাম দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন (বৈছাআ)।
মঙ্গলবার (২৭ মে) সংগঠনের মুখপাত্র রাশেদা বেগমের স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়, সাবেক এমপি আবু জাহিরের পৃষ্ঠপোষকতায় বিশ্ববিদ্যালয়ে যে অবৈধ নিয়োগ হয়েছিল, তা এখনো বহাল। এই নিয়োগ জুলাই অভ্যুত্থান-এর চেতনার পরিপন্থী এবং নতুন বাংলাদেশের মূল্যবোধের সঙ্গে সাংঘর্ষিক।
বৈছাআ দাবি করেছে, যারা এই নিয়োগে জড়িত এবং অভ্যুত্থানকালে ছাত্র-জনতার বিপক্ষে অবস্থান নিয়েছিল, তাদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নিতে হবে।
বিবৃতিতে হুঁশিয়ারি দিয়ে বলা হয়, ৭ দিনের মধ্যে ব্যবস্থা না নিলে ছাত্রসমাজ দুর্বার আন্দোলনে নামবে।