হোম > সারা দেশ > সিলেট

বড়লেখা আদালত প্রাঙ্গণ থেকে গ্রেপ্তার ব্যক্তির জেলখানায় মৃত্যু

বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি

মৌলভীবাজারের বড়লেখা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে মারামারির ঘটনায় গ্রেপ্তার আলাউদ্দিন (৬০) জেলখানায় মারা গেছেন।

আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে অসুস্থ হয়ে পড়লে মৌলভীবাজার জেল কর্তৃপক্ষ তাঁকে জেলা সদর হাসপাতালে পাঠায়। সেখানকার চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

নিহত আলাউদ্দিন বড়লেখার বাহাদুরপুর ইউনিয়নের চান্দগ্রাম দক্ষিণ জিনাত গ্রামের বাসিন্দা। তিনি বড়লেখা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে বিচারাধীন একটি জিআর মামলার প্রধান আসামি। 

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার বিচারাধীন মামলার হাজিরা দিতে ভাই ফারুক আহমদসহ অন্যান্য আসামিদের সঙ্গে বড়লেখা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে যান আলাউদ্দিন। আদালত প্রাঙ্গণে মামলার বাদী সাইদুল ইসলাম আসামি ফারুক আহমদের মাথা ফাটিয়ে জখম করেন। ফারুকের ভাই আলাউদ্দিন হামলাকারীর কবল থেকে ভাইকে বাঁচাতে গিয়ে চড়থাপ্পড় মারেন। 

এ ঘটনায় আদালত পুলিশ হামলাকারী বাদী ও আহত আসামির ভাই আলাউদ্দিনকে আটক করে আদালতে সোপর্দ করেন। পরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জিয়াউল হক হামলাকারী সাইদুল ইসলাম ও আলাউদ্দিনকে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে জেলহাজতে পাঠানোর আদেশ দেন।

মৌলভীবাজার জেলা কারাগারের জেল সুপার মো. আব্দুল কুদ্দুস জানান, বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে হঠাৎ তিনি অসুস্থ হয়ে পড়েন। হাত-পা কাঁপছিল, শারীরিক অবস্থা দেখে ধারণা করা হয় তিনি ডায়বেটিস, হার্টসহ বিভিন্ন রোগে ভুগছিলেন। দ্রুত তাঁকে মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালে পাঠানো হয়। দুপুর সোয়া ১২টার দিকে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

সিলেটে যেসব এলাকায় ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না বুধবার

চবি উপ-উপাচার্যের পদে থাকার নৈতিক অধিকার নেই: নাছির উদ্দীন

শাকসু নির্বাচন: ছাত্রদলের ২২ সদস্যের প্যানেল ঘোষণা, নারী প্রার্থী একজন ও মুক্তিযুদ্ধ সম্পাদক পদ ফাঁকা

বেড়িবাঁধের মাটি কাটার সময় মাটিচাপায় শ্রমিকের মৃত্যু

সিলেটে সিএনজিচালিত অটোরিকশা ছিনতাইয়ের জন্য চালককে হত্যা

মৌলভীবাজারের ৪টি আসন: নজরে চা-বাগান ও নতুন ভোটার

সিলেটে নিখোঁজ যুবকের হাত-পা ও মুখ বাঁধা লাশ উদ্ধার

নবীগঞ্জে ইটভাটার মালিককে ৩ লাখ টাকা জরিমানা

সিলেট বিভাগে ৩ প্রবাসী, ১ ব্যবসায়ী ও ১ শিক্ষার্থীকে প্রার্থী করল এনসিপি

সিকৃবির অধ্যাপক ড. লাকীকে সাময়িক বরখাস্ত