হোম > সারা দেশ > সুনামগঞ্জ

‘হাওরের ক্ষতিগ্রস্ত কৃষক না খেয়ে থাকবে না’

সুনামগঞ্জ প্রতিনিধি

পাহাড়ি ঢলে সুনামগঞ্জের দিরাই উপজেলার চাপতির হাওরের সাড়ে ৪ হাজার হেক্টর ফসল তলিয়ে গেছে। আজ শনিবার উপদ্রুত এলাকা পরিদর্শন করেছেন কৃষিমন্ত্রী ড. মোহাম্মদ আব্দুর রাজ্জাক। তিনি বলেছেন, ‘দেশ আজ উন্নয়নের দিকে যাচ্ছে। দেশে খাদ্যঘাটতি নেই, সংকট নেই, হাহাকার নেই সুতরাং হাওরের কৃষকেরা না খেয়ে থাকবে না।’

কৃষিমন্ত্রী আরও বলেছেন, ‘বিজ্ঞানীরা হাওর এলাকায় দ্রুত ধান পাকে এমন ধান চাষাবাদ করার জন্য গবেষণা করছে। তাহলেই আমরা অনেকটা ঝুঁকিমুক্ত হতে পারব। এ ছাড়া নদী খনন করা হলে সুনামগঞ্জের বোরো ফসল ঝুঁকি থেকে রক্ষা পাবে। শুধু তাই নয় পিআইসির বাঁধ নির্মাণের দুর্নীতি অনিয়মের কথা প্রধানমন্ত্রীর কাছে বলব। সকল মন্ত্রণালয় সমন্বয় করে আমরা হাওরের জন্য কাজ করব। আর যেসব কৃষকের বোরো ধান তলিয়ে গেছে তাঁদের খাদ্য সহায়তা করা হবে।’

মন্ত্রী বলেন, ‘হাওরের ধান ঘরে তোলা নিয়ে আমি সব সময় আতঙ্কে থাকি। কখন কী হয়! কারণ প্রকৃতির ওপর আমাদের হাত নেই। হাওরের ফসল রক্ষা বাঁধের কাজ যাতে প্রতি বছর ডিসেম্বরের আগে শুরু করা যায় সেটা নিয়েও আমি কথা বলব।’

মন্ত্রী আরও বলেন, ‘হাওরের পুরো ধান যদি নষ্ট হয়ে যায় তাহলে চালের দাম অবশ্যই বাড়বে। তখন কেউ বলবে না হাওরের ধান তলিয়ে গেছে বলে চালের দাম বেড়েছে। তখন দেশের বিরোধী দলসহ সবাই খাদ্যমন্ত্রী, কৃষিমন্ত্রী ও প্রধানমন্ত্রীর কাছে জবাব চাইবে।’

চাপতির হাওর পরিদর্শন শেষে মন্ত্রী সুনামগঞ্জ সদর উপজেলার জাওয়ার হাওরের ব্রি ২৮ জাতের ধানের জমি পরিদর্শন করেন ও কৃষকদের সঙ্গে কথা বলেন। পরে শান্তিগঞ্জ উপজেলার ডেকার হাওরে কম্বাইন্ড হারভেস্টর দিয়ে ধান কাটার উদ্বোধন করেন মন্ত্রী।

এ সময় উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ-৫ আসনের সাংসদ সদস্য মহিবুর রহমান মানিক, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য শামিমা আক্তার খানম, জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ব্যারিস্টার এনামুল কবির ইমন প্রমুখ।

সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা, নারী–শিশুসহ আটক ১১

খালেদা জিয়াকে নিয়ে আপত্তিকর মন্তব্য, চুনারুঘাটে ‘চিতল মুখলিছ’কে গণপিটুনি

জাফলংয়ে বালুচাপায় শ্রমিকের মৃত্যু

সিলেট-২ আসনে মনোনয়নপত্র জমা দিলেন ইলিয়াসপত্নী লুনা ও ছেলে অর্ণব

সিলেটে পরিত্যক্ত অবস্থায় অবিস্ফোরিত মর্টার শেল উদ্ধার

হবিগঞ্জে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে জামায়াতের প্রার্থীকে শোকজ

সিলেটে জুয়া খেলা অবস্থায় আটক ৭

ভোলাগঞ্জ স্থলবন্দর উদ্বোধন করলেন নৌপরিবহন উপদেষ্টা

জৈন্তাপুরে সড়ক দুর্ঘটনায় একজন নিহত

সিলেটে ট্রলির ধাক্কায় মসজিদের ইমাম নিহত