হোম > সারা দেশ > সিলেট

সিসিকের মেয়র আরিফুলের হার্টে বসানো হয়েছে ৩টি রিং

সিলেট প্রতিনিধি

সিলেট সিটি করপোরেশনের (সিসিক) মেয়র আরিফুল হক চৌধুরীর হার্টে তিনটি রিং বসানো হয়েছে। ঢাকার ইউনাইটেড হাসপাতালে এনজিওগ্রামে তাঁর হার্টে তিনটি ব্লক ধরা পড়লে চিকিৎসকেরা সফলভাবে রিং বসান। 

আরিফুলের হার্টে রিং বসানোর বিষয়টি নিশ্চিত করেছেন সিসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম। তিনি জানান, আজ বৃহস্পতিবার সকালে ঢাকার ইউনাইটেড হাসপাতালের চিকিৎসক মমিনুজ্জামানের তত্ত্বাবধানে আরিফুলের এনজিওগ্রাম করা হয় এবং হার্টে তিনটি রিং বসানো হয়। 

জাহিদুল ইসলাম আরও জানান, আরিফুলের শারীরিক অবস্থা এখন স্থিতিশীল। ১৫ মার্চ উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকায় নেওয়া হয়। শারীরিক পরীক্ষা-নিরীক্ষা শেষে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। আজ সকাল ৯টার দিকে এনজিওগ্রাম করানো হলে আরিফুলের হার্টে তিনটি ব্লক ধরা পড়লে চিকিৎসকেরা সফলভাবে তিনটি রিং স্থাপন করেন। তাঁকে এখন হাসপাতালের সিসিইউ ইউনিটে চিকিৎসকদের পর্যবেক্ষণে রাখা হয়েছে। 

জানা গেছে, গত রোববার রাত আড়াইটার দিকে আরিফুল অসুস্থ হন। এরপর রাত ৩টার দিকে তাঁকে সিলেটের একটি বেসরকারি হাসপাতালের করোনা কেয়ার ইউনিটে (সিসিইউ) ভর্তি করা হয়। সেখানে চিকিৎসক শিশির বসাকের তত্ত্বাবধানে তাঁর চিকিৎসা চলে। বেশ কয়েকটি পরীক্ষাও করা হলে তাতে হার্টে মাইল্ড অ্যাটাকের আভাস পাওয়া যায়।

সিলেট সীমান্তে খাসিয়াদের গুলিতে ২ জন নিহত

সিলেটে প্রথম আলো অফিসের সাইনবোর্ড, গ্লাস ভাঙচুর

কোন্দলই বিএনপির বড় সংকট

সিলেটে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত তিন

হত্যা মামলায় বিয়ানীবাজার পৌর আ. লীগ সভাপতি গ্রেপ্তার

সিলেটে যেসব এলাকায় ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না বুধবার

চবি উপ-উপাচার্যের পদে থাকার নৈতিক অধিকার নেই: নাছির উদ্দীন

শাকসু নির্বাচন: ছাত্রদলের ২২ সদস্যের প্যানেল ঘোষণা, নারী প্রার্থী একজন ও মুক্তিযুদ্ধ সম্পাদক পদ ফাঁকা

বেড়িবাঁধের মাটি কাটার সময় মাটিচাপায় শ্রমিকের মৃত্যু

সিলেটে সিএনজিচালিত অটোরিকশা ছিনতাইয়ের জন্য চালককে হত্যা