হোম > সারা দেশ > সিলেট

সিসিকের মেয়র আরিফুলের হার্টে বসানো হয়েছে ৩টি রিং

সিলেট প্রতিনিধি

সিলেট সিটি করপোরেশনের (সিসিক) মেয়র আরিফুল হক চৌধুরীর হার্টে তিনটি রিং বসানো হয়েছে। ঢাকার ইউনাইটেড হাসপাতালে এনজিওগ্রামে তাঁর হার্টে তিনটি ব্লক ধরা পড়লে চিকিৎসকেরা সফলভাবে রিং বসান। 

আরিফুলের হার্টে রিং বসানোর বিষয়টি নিশ্চিত করেছেন সিসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম। তিনি জানান, আজ বৃহস্পতিবার সকালে ঢাকার ইউনাইটেড হাসপাতালের চিকিৎসক মমিনুজ্জামানের তত্ত্বাবধানে আরিফুলের এনজিওগ্রাম করা হয় এবং হার্টে তিনটি রিং বসানো হয়। 

জাহিদুল ইসলাম আরও জানান, আরিফুলের শারীরিক অবস্থা এখন স্থিতিশীল। ১৫ মার্চ উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকায় নেওয়া হয়। শারীরিক পরীক্ষা-নিরীক্ষা শেষে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। আজ সকাল ৯টার দিকে এনজিওগ্রাম করানো হলে আরিফুলের হার্টে তিনটি ব্লক ধরা পড়লে চিকিৎসকেরা সফলভাবে তিনটি রিং স্থাপন করেন। তাঁকে এখন হাসপাতালের সিসিইউ ইউনিটে চিকিৎসকদের পর্যবেক্ষণে রাখা হয়েছে। 

জানা গেছে, গত রোববার রাত আড়াইটার দিকে আরিফুল অসুস্থ হন। এরপর রাত ৩টার দিকে তাঁকে সিলেটের একটি বেসরকারি হাসপাতালের করোনা কেয়ার ইউনিটে (সিসিইউ) ভর্তি করা হয়। সেখানে চিকিৎসক শিশির বসাকের তত্ত্বাবধানে তাঁর চিকিৎসা চলে। বেশ কয়েকটি পরীক্ষাও করা হলে তাতে হার্টে মাইল্ড অ্যাটাকের আভাস পাওয়া যায়।

মব ভায়োলেন্স গণতন্ত্রকে ধ্বংস করে দিচ্ছে: মির্জা ফখরুল

সুনামগঞ্জ-৩ আসন: ৮ প্রার্থীর ৩ জনই কোটিপতি

নির্বাচনী হলফনামা: সম্পদ বেড়েছে আরিফের, স্ত্রীও হয়েছেন কোটিপতি

সিকৃবিতে কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষায় উপস্থিতির হার ৯৩.৪১ শতাংশ

অনেক বছর পরে একটা প্রকৃত ভোট হবে: রিজওয়ানা হাসান

সাদাপাথর-কাণ্ড: সাহাব উদ্দিনকে দলীয় পদ ফিরিয়ে দিল বিএনপি

সিলেটে টিলা থেকে অবৈধভাবে পাথর উত্তোলন করায় আটক ১৬

সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা, নারী–শিশুসহ আটক ১১

খালেদা জিয়াকে নিয়ে আপত্তিকর মন্তব্য, চুনারুঘাটে ‘চিতল মুখলিছ’কে গণপিটুনি

জাফলংয়ে বালুচাপায় শ্রমিকের মৃত্যু