হোম > সারা দেশ > সুনামগঞ্জ

আগুনে নিঃস্ব জগন্নাথপুরের তিন ব্যবসায়ী

জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি

সুনামগঞ্জের জগন্নাথপুর বাজারে আগুনের ঘটনায় নিঃস্ব হয়ে গেছেন তিন ব্যবসায়ী। ব্যাংকের ঋণ ও মহাজনের টাকা পরিশোধের দুশ্চিন্তায় ভুগছেন তাঁরা। ক্ষতি পুষিয়ে আবার ঘুরে দাঁড়াতে চান ক্ষতিগ্রস্ত এসব ব্যবসায়ীরা।

জগন্নাথপুর বাজারের ব্যবসায়ীরা জানান, গত ১৫ ফেব্রুয়ারি জগন্নাথপুর বাজারের ডাকবাংলো সেতুর মুখে একটি তুলার দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। পরে আগুন ছড়িয়ে গিয়ে মান্না ভেরাইটিজ স্টোর প্রদীপ দের দোকান, সৌমি এন্টারপ্রাইজের মালিক রূপম ভট্টাচার্য্যের দোকান ও রিয়া ট্রেডার্সের মালিক প্রতাপ দাসের দোকানের মালামাল পুড়ে  ছাই হয়ে যায়।

রিয়া ট্রেডার্সের মালিক প্রতাপ রঞ্জন দাস বলেন, ‘ব্যাংক থেকে ঋণ নিয়ে দোকানে মাল তুলেছিলাম। আগুনে আমার সব শেষ করে দিয়েছে এখন আমি কি করব ভাবতে পারছি না।’ ৪৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে তিনি দাবি করেন।

সৌমি এন্টার প্রাইজের মালিক রূপম ভর্ট্রাচার্য্য বলেন, ৬০ লাখ টাকার মালামাল পুড়ে গেছে। কীভাবে এত বড় ক্ষতি পোষাব এ চিন্তায় দিশেহারা। আগুন লাগার দুই দিন আগে ব্যাংক থেকে ঋণ নিয়ে মালামাল আনি।

মান্না এন্টারপ্রাইজের মালিক প্রদীপ দে বলেন, ‘আগুনে ১ কোটি ৭০ লাখ টাকার মালামাল পুড়ে গেছে। কি করে ঘুরে দাঁড়াব ভেবে পাচ্ছি না।’

জগন্নাথপুর বাজার তদারক কমিটির সাধারণ সম্পাদক জাহির উদ্দিন বলেন, আগুনে তিন ব্যবসায়ীকে পথে বসিয়ে দিয়েছে। পাশাপাশি তিন দোকানে খুচরা ও পাইকারি মালামাল বিক্রির পাশাপাশি প্রচুর মালামাল মজুত ছিল।

জগন্নাথপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, ক্ষতির কথা উল্লেখ করে ব্যবসায়ীরা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।  

শাকসু নির্বাচন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত বুধবার

প্রশাসনের অভিযানে ১০ নৌকা কেটে ধ্বংস

শাকসু নির্বাচনের দাবিতে শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা

শাকসু নির্বাচনের দাবিতে ফের বিক্ষোভে শিক্ষার্থীরা

১৩ ঘণ্টা অবরুদ্ধ থাকার পরে মুক্ত শাবি ভিসি, প্রোভিসি

হাইকোর্টের স্থগিতাদেশের বিরুদ্ধে আপিলের রায়ের পরদিনই শাকসু নির্বাচন, সিন্ডিকেটে সিদ্ধান্ত

অবরুদ্ধ শাবিপ্রবির ভিসি ও প্রো-ভিসি, পদত্যাগ দাবি

শাকসু নির্বাচনের দাবিতে আজ রাত ৯টা পর্যন্ত শিক্ষার্থীদের আলটিমেটাম

রিটকারী ভিপি প্রার্থী মমিনুর রশিদ শুভকে শাবিতে অবাঞ্ছিত ঘোষণা

হাইকোর্টে শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে সিলেটে মহাসড়ক অবরোধ, তীব্র যানজট