হোম > সারা দেশ > সুনামগঞ্জ

আগুনে নিঃস্ব জগন্নাথপুরের তিন ব্যবসায়ী

জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি

সুনামগঞ্জের জগন্নাথপুর বাজারে আগুনের ঘটনায় নিঃস্ব হয়ে গেছেন তিন ব্যবসায়ী। ব্যাংকের ঋণ ও মহাজনের টাকা পরিশোধের দুশ্চিন্তায় ভুগছেন তাঁরা। ক্ষতি পুষিয়ে আবার ঘুরে দাঁড়াতে চান ক্ষতিগ্রস্ত এসব ব্যবসায়ীরা।

জগন্নাথপুর বাজারের ব্যবসায়ীরা জানান, গত ১৫ ফেব্রুয়ারি জগন্নাথপুর বাজারের ডাকবাংলো সেতুর মুখে একটি তুলার দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। পরে আগুন ছড়িয়ে গিয়ে মান্না ভেরাইটিজ স্টোর প্রদীপ দের দোকান, সৌমি এন্টারপ্রাইজের মালিক রূপম ভট্টাচার্য্যের দোকান ও রিয়া ট্রেডার্সের মালিক প্রতাপ দাসের দোকানের মালামাল পুড়ে  ছাই হয়ে যায়।

রিয়া ট্রেডার্সের মালিক প্রতাপ রঞ্জন দাস বলেন, ‘ব্যাংক থেকে ঋণ নিয়ে দোকানে মাল তুলেছিলাম। আগুনে আমার সব শেষ করে দিয়েছে এখন আমি কি করব ভাবতে পারছি না।’ ৪৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে তিনি দাবি করেন।

সৌমি এন্টার প্রাইজের মালিক রূপম ভর্ট্রাচার্য্য বলেন, ৬০ লাখ টাকার মালামাল পুড়ে গেছে। কীভাবে এত বড় ক্ষতি পোষাব এ চিন্তায় দিশেহারা। আগুন লাগার দুই দিন আগে ব্যাংক থেকে ঋণ নিয়ে মালামাল আনি।

মান্না এন্টারপ্রাইজের মালিক প্রদীপ দে বলেন, ‘আগুনে ১ কোটি ৭০ লাখ টাকার মালামাল পুড়ে গেছে। কি করে ঘুরে দাঁড়াব ভেবে পাচ্ছি না।’

জগন্নাথপুর বাজার তদারক কমিটির সাধারণ সম্পাদক জাহির উদ্দিন বলেন, আগুনে তিন ব্যবসায়ীকে পথে বসিয়ে দিয়েছে। পাশাপাশি তিন দোকানে খুচরা ও পাইকারি মালামাল বিক্রির পাশাপাশি প্রচুর মালামাল মজুত ছিল।

জগন্নাথপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, ক্ষতির কথা উল্লেখ করে ব্যবসায়ীরা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।  

সিলেট থেকে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু করবেন তারেক রহমান

অভিযানে জব্দ ২০ হাজার ঘনফুট বালু, ৫০ নৌকা ধ্বংস

মৌলভীবাজারে তাপমাত্রা নেমেছে ৭ ডিগ্রিতে

১৪ জানুয়ারি দেশব্যাপী কর্মবিরতির ঘোষণা হোটেল–রেস্তোরাঁর শ্রমিকদের

মব ভায়োলেন্স গণতন্ত্রকে ধ্বংস করে দিচ্ছে: মির্জা ফখরুল

সুনামগঞ্জ-৩ আসন: ৮ প্রার্থীর ৩ জনই কোটিপতি

নির্বাচনী হলফনামা: সম্পদ বেড়েছে আরিফের, স্ত্রীও হয়েছেন কোটিপতি

সিকৃবিতে কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষায় উপস্থিতির হার ৯৩.৪১ শতাংশ

অনেক বছর পরে একটা প্রকৃত ভোট হবে: রিজওয়ানা হাসান

সাদাপাথর-কাণ্ড: সাহাব উদ্দিনকে দলীয় পদ ফিরিয়ে দিল বিএনপি