হোম > সারা দেশ > সুনামগঞ্জ

সাবেক সচিব সাদিকের প্রচারে সরকারি কর্মকর্তারা, পীর ফজলুরের অভিযোগ

সুনামগঞ্জ প্রতিনিধি

সুনামগঞ্জ-৪ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সাবেক সচিব মোহাম্মদ সাদিকের পক্ষে সরকারি কর্মকর্তারা প্রচার চালাচ্ছেন বলে অভিযোগ করেছেন জাতীয় পার্টির প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য পীর ফজলুর রহমান মিসবাহ। আজ রোববার দুপুরে সুনামগঞ্জে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও নির্বাচনসংশ্লিষ্ট কর্মকর্তাদের মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের কাছে তিনি এ অভিযোগ করেন।

আজ রোববার দুপুরে সুনামগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির হাসন রাজা মিলনায়তনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বিশেষ আইনশৃঙ্খলা ও মতবিনিময় সভা হয়। সেখানে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরাসহ নির্বাচনসংশ্লিষ্ট সব পর্যায়ের কর্মকর্তারা অংশ নেন। সভায় নির্বাচন কমিশনার (ইসি) আনিছুর রহমান উপস্থিত ছিলেন।

সভা থেকে বেরিয়ে ফজলুর রহমান মিসবাহ সাংবাদিকদের বলেন, ‘আমি নির্বাচন কমিশনারের কাছে আমার প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের প্রার্থী ড. মোহাম্মদ সাদিকের সামনেই বলেছি, ওনার পক্ষে সিলেট ও সুনামগঞ্জের কিছু সরকারি চাকরিজীবী প্রচার চালাচ্ছেন। নির্বাচনে সরকারি কর্মকর্তারা প্রচারণা চালাতে পারবেন না, এটা সম্পূর্ণ নিষিদ্ধ। আমি নির্বাচন কমিশনারকে বলেছি, যাঁরা এমন কাজ করছেন তাঁদের নাম-পদবি আমি জানি।’

জাতীয় পার্টির এই সংসদ সদস্য বলেন, ‘আমার অভিযোগের পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশনার প্রয়োজনীয় তথ্যপ্রমাণ দিতে বলেছেন। আমি সেগুলো নির্বাচন কমিশন ও রিটার্নিং কর্মকর্তাকে দেব।’

তবে এ অভিযোগের বিষয়ে জানতে চাইলে কোনো মন্তব্য করতে রাজি হননি সাবেক সচিব ও সুনামগঞ্জ-৪ আসনে আওয়ামী লীগের প্রার্থী মোহাম্মদ সাদিক।

সিলেট সীমান্তে খাসিয়াদের গুলিতে ২ জন নিহত

সিলেটে প্রথম আলো অফিসের সাইনবোর্ড, গ্লাস ভাঙচুর

কোন্দলই বিএনপির বড় সংকট

সিলেটে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত তিন

হত্যা মামলায় বিয়ানীবাজার পৌর আ. লীগ সভাপতি গ্রেপ্তার

সিলেটে যেসব এলাকায় ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না বুধবার

চবি উপ-উপাচার্যের পদে থাকার নৈতিক অধিকার নেই: নাছির উদ্দীন

শাকসু নির্বাচন: ছাত্রদলের ২২ সদস্যের প্যানেল ঘোষণা, নারী প্রার্থী একজন ও মুক্তিযুদ্ধ সম্পাদক পদ ফাঁকা

বেড়িবাঁধের মাটি কাটার সময় মাটিচাপায় শ্রমিকের মৃত্যু

সিলেটে সিএনজিচালিত অটোরিকশা ছিনতাইয়ের জন্য চালককে হত্যা