হোম > সারা দেশ > সুনামগঞ্জ

সাবেক সচিব সাদিকের প্রচারে সরকারি কর্মকর্তারা, পীর ফজলুরের অভিযোগ

সুনামগঞ্জ প্রতিনিধি

সুনামগঞ্জ-৪ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সাবেক সচিব মোহাম্মদ সাদিকের পক্ষে সরকারি কর্মকর্তারা প্রচার চালাচ্ছেন বলে অভিযোগ করেছেন জাতীয় পার্টির প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য পীর ফজলুর রহমান মিসবাহ। আজ রোববার দুপুরে সুনামগঞ্জে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও নির্বাচনসংশ্লিষ্ট কর্মকর্তাদের মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের কাছে তিনি এ অভিযোগ করেন।

আজ রোববার দুপুরে সুনামগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির হাসন রাজা মিলনায়তনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বিশেষ আইনশৃঙ্খলা ও মতবিনিময় সভা হয়। সেখানে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরাসহ নির্বাচনসংশ্লিষ্ট সব পর্যায়ের কর্মকর্তারা অংশ নেন। সভায় নির্বাচন কমিশনার (ইসি) আনিছুর রহমান উপস্থিত ছিলেন।

সভা থেকে বেরিয়ে ফজলুর রহমান মিসবাহ সাংবাদিকদের বলেন, ‘আমি নির্বাচন কমিশনারের কাছে আমার প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের প্রার্থী ড. মোহাম্মদ সাদিকের সামনেই বলেছি, ওনার পক্ষে সিলেট ও সুনামগঞ্জের কিছু সরকারি চাকরিজীবী প্রচার চালাচ্ছেন। নির্বাচনে সরকারি কর্মকর্তারা প্রচারণা চালাতে পারবেন না, এটা সম্পূর্ণ নিষিদ্ধ। আমি নির্বাচন কমিশনারকে বলেছি, যাঁরা এমন কাজ করছেন তাঁদের নাম-পদবি আমি জানি।’

জাতীয় পার্টির এই সংসদ সদস্য বলেন, ‘আমার অভিযোগের পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশনার প্রয়োজনীয় তথ্যপ্রমাণ দিতে বলেছেন। আমি সেগুলো নির্বাচন কমিশন ও রিটার্নিং কর্মকর্তাকে দেব।’

তবে এ অভিযোগের বিষয়ে জানতে চাইলে কোনো মন্তব্য করতে রাজি হননি সাবেক সচিব ও সুনামগঞ্জ-৪ আসনে আওয়ামী লীগের প্রার্থী মোহাম্মদ সাদিক।

শাকসু নির্বাচন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত বুধবার

প্রশাসনের অভিযানে ১০ নৌকা কেটে ধ্বংস

শাকসু নির্বাচনের দাবিতে শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা

শাকসু নির্বাচনের দাবিতে ফের বিক্ষোভে শিক্ষার্থীরা

১৩ ঘণ্টা অবরুদ্ধ থাকার পরে মুক্ত শাবি ভিসি, প্রোভিসি

হাইকোর্টের স্থগিতাদেশের বিরুদ্ধে আপিলের রায়ের পরদিনই শাকসু নির্বাচন, সিন্ডিকেটে সিদ্ধান্ত

অবরুদ্ধ শাবিপ্রবির ভিসি ও প্রো-ভিসি, পদত্যাগ দাবি

শাকসু নির্বাচনের দাবিতে আজ রাত ৯টা পর্যন্ত শিক্ষার্থীদের আলটিমেটাম

রিটকারী ভিপি প্রার্থী মমিনুর রশিদ শুভকে শাবিতে অবাঞ্ছিত ঘোষণা

হাইকোর্টে শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে সিলেটে মহাসড়ক অবরোধ, তীব্র যানজট