হোম > সারা দেশ > সিলেট

হবিগঞ্জের দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ১০ 

হবিগঞ্জ প্রতিনিধি

হবিগঞ্জের আজমিরীগঞ্জে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। আজ সোমবার উপজেলার জলসুখা ইউনিয়নের মাধবপাশায় এই ঘটনা ঘটে।

হামলায় গুরুতর আহত একজনকে আধুনিক সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে এবং বাকিরা বিভিন্ন স্থানে চিকিৎসা নিয়েছে বলে জানা গেছে। সংঘর্ষের সময় বাড়িঘরে হামলা–ভাঙচুর করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ (সোমবার) মাধবপাশা গ্রামের আব্দুল হাশিম ওরফে কটকা মিয়ার গ্রুপের মুজাই মিয়ার ছেলে ফাহিমের (১২) সঙ্গে জমিরাহাটীর আরক মিয়ার স্বজন আমিরুল মিয়ার ছেলে আবিদুরের (১৩) কবরস্থানে জুতা নিয়ে ওঠাকে কেন্দ্র করে বাগ বিতণ্ডা হয়।

এ সময় ফাহিম এবং তার স্বজনরা আবিদুরকে মারপিট করে। এরই জের ধরে আমিরুল মিয়ার লোকজন মাধবপাশা গ্রামে হামলা চালালে উভয় গ্রামবাসী সংঘর্ষে জড়িয়ে পড়ে। পরে মাধবপাশা গ্রামের ফ্রান্স প্রবাসী সাবুদ্দিন মিয়ার বাড়িতে প্রতিপক্ষের লোকজন হামলা ও ভাঙচুর করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ডালিম আহমেদ আজকের পত্রিকাকে বলেন, ‘বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। কোনো পক্ষই এখনো কোনো অভিযোগ দায়ের করেনি। পরবর্তীতে কোন ঝামেলা যেন সৃষ্টি না হয় এ ব্যাপারে আমরা সতর্ক রয়েছি।’

শাকসু নির্বাচন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত বুধবার

প্রশাসনের অভিযানে ১০ নৌকা কেটে ধ্বংস

শাকসু নির্বাচনের দাবিতে শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা

শাকসু নির্বাচনের দাবিতে ফের বিক্ষোভে শিক্ষার্থীরা

১৩ ঘণ্টা অবরুদ্ধ থাকার পরে মুক্ত শাবি ভিসি, প্রোভিসি

হাইকোর্টের স্থগিতাদেশের বিরুদ্ধে আপিলের রায়ের পরদিনই শাকসু নির্বাচন, সিন্ডিকেটে সিদ্ধান্ত

অবরুদ্ধ শাবিপ্রবির ভিসি ও প্রো-ভিসি, পদত্যাগ দাবি

শাকসু নির্বাচনের দাবিতে আজ রাত ৯টা পর্যন্ত শিক্ষার্থীদের আলটিমেটাম

রিটকারী ভিপি প্রার্থী মমিনুর রশিদ শুভকে শাবিতে অবাঞ্ছিত ঘোষণা

হাইকোর্টে শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে সিলেটে মহাসড়ক অবরোধ, তীব্র যানজট