হোম > সারা দেশ > সুনামগঞ্জ

পানিবন্দী হয়ে দিশেহারা জগন্নাথপুরের বাসিন্দারা, দুর্ভোগ চরমে

জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি

ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা ঢলে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় বন্যা পরিস্থিতি দেখা দিয়েছে। সেই সঙ্গে এই উপজেলার কুশিয়ারা ও নলজুরসহ বিভিন্ন নদ-নদীর পানি বৃদ্ধি পেয়ে রাস্তাঘাট ডুবে যাওয়ায় গৃহবন্দী হয়ে পড়েছে পুরো উপজেলার কয়েক লাখ মানুষ। ২০টি বিদ্যালয়ের আশ্রয়কেন্দ্রে দুই শতাধিক পরিবার আশ্রয় নিয়েছে।  এ ছাড়া আত্মীয়স্বজনের বাড়িতে উঠেছে আরও শতাধিক পরিবার।

সেই সঙ্গে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে হাওরপারের বাসিন্দাদের। দিশেহারা হয়ে পড়েছে আশ্রয় ও খাদ্যের অভাবে। 

স্থানীয় সূত্রে জানা গেছে, গত কয়েক দিনের অব্যাহত বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে এই উপজেলার একটি পৌরসভা ও আটটি ইউনিয়নের সব কটি এলাকার গ্রামীণ জনপথ বন্যার পানিতে তলিয়ে গেছে। বহমান কুশিয়ারা ও নলজুরে পানি বৃদ্ধি পাওয়ায় ডুবে গেছে রাস্তাঘাট। নদীর তীরে এবং হাওরপারের গ্রাম বন্যাকবলিত হয়ে পড়েছে। 

বন্যার ভুক্তভোগী বাসিন্দারা বলেন, সবখানে বানের পানি ঢুকে পড়েছে। কারও বাড়িতে কোমর পরিমাণ পানি। আবার কারও ঘরে হাঁটুপানি। অধিকাংশ ঘরে দেখা দিয়েছে খাদ্যের সংকট। আবার অনেকে গৃহপালিত পশু নিয়ে নিরাপদ স্থানে আশ্রয় নিয়েছেন। 

বিশেষ করে জগন্নাথপুর পৌরসভা, কলকলিয়া, চিলাউড়া-হলদিপুর, রানীগঞ্জ ও পাইলগাঁও ইউনিয়নের প্রতিটি গ্রামের মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। এসব এলাকার চলাচলের রাস্তাঘাট পানিতে তলিয়ে গেছে। হাওরের প্রত্যন্ত গ্রামগুলোতে শুকনো খাবারের সংকট দেখা দিয়েছে। ফলে লোকজন পড়েছে চরম দুর্ভোগে। এ ছাড়া উপজেলার ২০টি বিদ্যালয়ের আশ্রয়কেন্দ্রে দুই শতাধিক পরিবার আশ্রয় নিয়েছে।

এদিকে, আবার গত বৃহস্পতিবার থেকে উপজেলাজুড়ে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। ফলে নেটওয়ার্কের সমস্যা দেখা দিয়েছে। 

অন্যদিকে, এ উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে পানি উঠে যাওয়াসহ বিদ্যালয়ে যাতায়াতের পথ বন্ধ হয়ে যাওয়ায় ১৫৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অধিকাংশে পাঠদান সাময়িক বন্ধ ঘোষণা করা হয়েছে।

এ বিষয়ে জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাজেদুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, সরকারের পক্ষ থেকে বন্যাদুর্গত এলাকা পরিদর্শনকালে পানিবন্দী পরিবারগুলোর মধ্যে শুকনো খাবার বিতরণ করা হচ্ছে।

শাকসু নির্বাচন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত বুধবার

প্রশাসনের অভিযানে ১০ নৌকা কেটে ধ্বংস

শাকসু নির্বাচনের দাবিতে শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা

শাকসু নির্বাচনের দাবিতে ফের বিক্ষোভে শিক্ষার্থীরা

১৩ ঘণ্টা অবরুদ্ধ থাকার পরে মুক্ত শাবি ভিসি, প্রোভিসি

হাইকোর্টের স্থগিতাদেশের বিরুদ্ধে আপিলের রায়ের পরদিনই শাকসু নির্বাচন, সিন্ডিকেটে সিদ্ধান্ত

অবরুদ্ধ শাবিপ্রবির ভিসি ও প্রো-ভিসি, পদত্যাগ দাবি

শাকসু নির্বাচনের দাবিতে আজ রাত ৯টা পর্যন্ত শিক্ষার্থীদের আলটিমেটাম

রিটকারী ভিপি প্রার্থী মমিনুর রশিদ শুভকে শাবিতে অবাঞ্ছিত ঘোষণা

হাইকোর্টে শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে সিলেটে মহাসড়ক অবরোধ, তীব্র যানজট