হোম > সারা দেশ > সিলেট

সিলেটে মৃদু ভূকম্পন অনুভূত

নিজস্ব প্রতিবেদক, সিলেট

সিলেট মৃদু ভূকম্পন অনুভূত হয়েছে। আজ মঙ্গলবার বেলা ১টা ১৩ মিনিটে এই ভূকম্পন অনুভূত হয়। ভূকম্পনটি কয়েক সেকেন্ড স্থায়ী ছিল। তাৎক্ষণিকভাবে এর উৎপত্তিস্থল সিলেটের জৈন্তাপুর থেকে ১৮ কিলোমিটার দূরে বলে জানিয়েছে অ্যান্ড্রয়েড ভূমিকম্প সতর্কতা সিস্টেম। রিখটার স্কেলে যার মাত্রা ছিল ৩ দশমিক ৫। 

ভূমিকম্পের কারণে নগরবাসীর মনে আতঙ্ক দেখা দেয়। নগরের বাসিন্দাদের অনেকে দোকানপাট ও ব্যবসাপ্রতিষ্ঠান ছেড়ে রাস্তায় নেমে আসেন। তবে এখন পর্যন্ত ভূমিকম্পে ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি। 

সিলেট নগরের তালতলা এলাকার বাসিন্দা জাহাঙ্গীর আলম বলেন, ‘পাঁচতলায় ছিলাম। ভূমিকম্প টের পেয়েছি। নিচতলার অনেকেই বিষয়টি টের পাননি।’

এর আগে গত ১৪ আগস্ট রাত ৮টা ৪৯ মিনিটের দিকে সিলেটে ভূমিকম্প অনুভূত হয়। সেই ভূমিকম্পের উৎপত্তিস্থল সিলেটের সীমান্তবর্তী কানাইঘাট উপজেলার কাছাকাছি ছিল। রিখটার স্কেলে যার মাত্রা ছিল ৫ দশমিক ৫। 

এ বিষয়ে জানতে চাইলে আবহাওয়া অধিদপ্তর সিলেটের সহকারী আবহাওয়াবিদ শাহ মোহাম্মদ সজীব হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘সিলেটের জৈন্তাপুর থেকে ১৮ কিলোমিটার ও ঢাকা থেকে উৎপত্তিস্থলের দূরত্ব ১৯৫ কিলোমিটার। তবে উৎপত্তিস্থলটি নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। গত ১৪ আগস্ট রাতের ভূমিকম্পের পাশাপাশি এলাকায় আজকেরটির উৎপত্তিস্থল।’

ভূমিকম্পে প্রাথমিকভাবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের সিলেট বিভাগীয় কন্ট্রোল রুমের দায়িত্বরত আব্দুস সামাদ।

শাকসু নির্বাচন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত বুধবার

প্রশাসনের অভিযানে ১০ নৌকা কেটে ধ্বংস

শাকসু নির্বাচনের দাবিতে শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা

শাকসু নির্বাচনের দাবিতে ফের বিক্ষোভে শিক্ষার্থীরা

১৩ ঘণ্টা অবরুদ্ধ থাকার পরে মুক্ত শাবি ভিসি, প্রোভিসি

হাইকোর্টের স্থগিতাদেশের বিরুদ্ধে আপিলের রায়ের পরদিনই শাকসু নির্বাচন, সিন্ডিকেটে সিদ্ধান্ত

অবরুদ্ধ শাবিপ্রবির ভিসি ও প্রো-ভিসি, পদত্যাগ দাবি

শাকসু নির্বাচনের দাবিতে আজ রাত ৯টা পর্যন্ত শিক্ষার্থীদের আলটিমেটাম

রিটকারী ভিপি প্রার্থী মমিনুর রশিদ শুভকে শাবিতে অবাঞ্ছিত ঘোষণা

হাইকোর্টে শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে সিলেটে মহাসড়ক অবরোধ, তীব্র যানজট