হোম > সারা দেশ > সিলেট

বিছনাকান্দি সীমান্তে খাসিয়াদের গুলিতে দুই বাংলাদেশি আহত

গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি

প্রতীকী ছবি

সিলেটের গোয়াইনঘাট উপজেলার বিছনাকান্দি সীমান্তে ভারতীয় খাসিয়াদের গুলিতে দুই বাংলাদেশি গুরুতর আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। গতকাল বুধবার বেলা ৩টার দিকে সীমান্তের মরকিটিলা এলাকায় এ ঘটনা ঘটে।

আহত ব্যক্তিরা হলেন উপজেলার বিছনাকান্দি ইউনিয়নের কুলুমছড়া পাড় এলাকার জাকির মিয়ার ছেলে ইয়ামিন মিয়া (২২) ও তার চাচা আক্তার হোসেন। গুলিবিদ্ধ দুজন সম্পর্কে চাচা-ভাতিজা।

স্থানীয়দের দাবি, আহত দুজন অবৈধভাবে চিনি আনতে ভারত গিয়েছিলেন। চোরাচালানের লেনদেন নিয়ে খাসিয়াদের সঙ্গে বিরোধে জড়িয়ে পড়ায় খাসিয়ারা গুলি করে।

বিজিবি সূত্রে জানা গেছে, বিছনাকান্দি বিওপি এলাকার সীমান্তের ১২৬৪ নম্বর মেইন পিলার থেকে প্রায় ২০০ গজ ভারতের অভ্যন্তরে মরকিটিলা এলাকায় একদল বাংলাদেশি চিনি আনতে যায়। এ সময় খাসিয়াদের সঙ্গে টাকার লেনদেন নিয়ে তর্কাতর্কি হয় এবং একপর্যায়ে খাসিয়ারা গুলি চালায়। এতে ইয়ামিন মিয়া ও আক্তার হোসেন গুলিবিদ্ধ হন।

এ বিষয়ে সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক আজকের পত্রিকাকে বলেন, সীমান্তের ওপারে দুজন বাংলাদেশি গুলিবিদ্ধ হয়েছেন। ভারতীয় খাসিয়াদের সঙ্গে চোরাচালানি লেনদেন নিয়ে বিরোধের একপর্যায়ে গুলিবিদ্ধ হওয়ার ঘটনা আমরা শুনেছি। এ বিষয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) কাছে প্রতিবাদলিপি পাঠানো হয়েছে।

গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে প্রচার চালানো রাষ্ট্রের জন্য ফরজে কিফায়া: উপদেষ্টা নূরজাহান

শাকসু নির্বাচন ২০ জানুয়ারিই হবে

‘মব’ করে ইউপি চেয়ারম্যানকে হেনস্তা, গ্রেপ্তারের পর জামিন

সিলেটে বিএনপি নেতা মানিক সেনাবাহিনীর হাতে আটক

বিএনপি নেতার অশালীন আচরণ, জমিয়ত সভাপতি মাওলানা ফারুককে শোকজ

শাকসু নির্বাচনের দাবিতে মধ্যরাতে বিক্ষোভে উত্তাল শাবিপ্রবি, ইসির স্থগিতাদেশ প্রত্যাহারের দাবি

সিলেট থেকে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু করবেন তারেক রহমান

অভিযানে জব্দ ২০ হাজার ঘনফুট বালু, ৫০ নৌকা ধ্বংস

মৌলভীবাজারে তাপমাত্রা নেমেছে ৭ ডিগ্রিতে

১৪ জানুয়ারি দেশব্যাপী কর্মবিরতির ঘোষণা হোটেল–রেস্তোরাঁর শ্রমিকদের