হোম > সারা দেশ > সিলেট

গোয়াইনঘাটে বাড়ছে পানি, আবার বন্যার শঙ্কা

গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি

কয়েক দিন আগেও ভয়াবহ বন্যায় বিপর্যস্ত ছিল সিলেটের গোয়াইনঘাটের জনজীবন। পানি কমার পর রাস্তাঘাট ও ঘরবাড়ির ক্ষতচিহ্ন ভেসে ওঠে। সেসব বাড়িঘর মেরামতের কাজ করা হচ্ছিল। সেই ধকল কাটিয়ে না উঠতেই এলাকায় আবার পানি উঠতে শুরু করেছে। তাতে নিম্নাঞ্চলের মানুষের মধ্যে নতুন করে বন্যার আতঙ্ক দেখা দিয়েছে।

গত বৃহস্পতিবার রাত থেকে টানা বৃষ্টি এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে নদ-নদীর পানি আবারও বাড়ছে। উপজেলার ডাউকি, সারী ও পিয়াইন নদীর পানি ধীরে ধীরে বাড়ছে। রাস্তায় পানি উঠে যাওয়ায় চলাচলে ভোগান্তি পোহাতে হচ্ছে। যদিও এখনো নদ-নদীর পানি বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

সদর ইউনিয়নের বাসিন্দা শরীফ উদ্দিন বলেন, ‘গত বন্যা মানুষের অনেক ক্ষতি করে গেছে। আবারও বন্যার আশঙ্কা করা হচ্ছে। টানা বৃষ্টির কারণে রাস্তাঘাটে পানি উঠে ভোগান্তিতে পড়তে হচ্ছে। বাসা থেকে বের হওয়া যাচ্ছে না।’

এ ব্যাপারে জানতে চাইলে গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তৌহিদুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, গোয়াইনঘাটে নতুন করে আবার পানি উঠতে শুরু করেছে। নিম্নাঞ্চলের মানুষকে আগে থেকেই সতর্ক করা হচ্ছে। সবাইকে নদীপথে চলাচল করতে অনুরোধ করা হচ্ছে। এ ক্ষেত্রে সুরক্ষার জন্য ৫৩টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে।

সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা, নারী–শিশুসহ আটক ১১

খালেদা জিয়াকে নিয়ে আপত্তিকর মন্তব্য, চুনারুঘাটে ‘চিতল মুখলিছ’কে গণপিটুনি

জাফলংয়ে বালুচাপায় শ্রমিকের মৃত্যু

সিলেট-২ আসনে মনোনয়নপত্র জমা দিলেন ইলিয়াসপত্নী লুনা ও ছেলে অর্ণব

সিলেটে পরিত্যক্ত অবস্থায় অবিস্ফোরিত মর্টার শেল উদ্ধার

হবিগঞ্জে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে জামায়াতের প্রার্থীকে শোকজ

সিলেটে জুয়া খেলা অবস্থায় আটক ৭

ভোলাগঞ্জ স্থলবন্দর উদ্বোধন করলেন নৌপরিবহন উপদেষ্টা

জৈন্তাপুরে সড়ক দুর্ঘটনায় একজন নিহত

সিলেটে ট্রলির ধাক্কায় মসজিদের ইমাম নিহত