হবিগঞ্জের বাহুবলে ডাকাতি মামলার পরোয়ানাভুক্ত পলাতক আসামি আব্দাল মিয়াকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার বিকেলে উপজেলার ভেড়াখাল গ্রাম থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। তিনি উপজেলার ভেড়াখাল গ্রামের রবি মিয়ার ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, বাহুবল মডেল থানার একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে ভেড়াখাল গ্রামে অভিযান চালায়। এ সময় আব্দাল মিয়াকে গ্রেপ্তার করা হয়। তিনি বাহুবল মডেল থানায় দায়েরকৃত ২০১৩ ও ২০১৪ সালের ডাকাতি মামলার পরোয়ানাভুক্ত পলাতক আসামি।
বাহুবল মডেল থানার ওসি রকিবুল ইসলাম খান বলেন, পরোয়ানাভুক্ত আসামি আব্দাল মিয়াকে গ্রেপ্তারের জন্য পুলিশ দীর্ঘদিন ধরে চেষ্টা চালাচ্ছিল। আজ বৃহস্পতিবার গ্রেপ্তারকৃত আব্দাল মিয়াকে কোর্টের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।