হোম > সারা দেশ > মৌলভীবাজার

কমলগঞ্জে ব্যক্তি উদ্যোগে মণিপুরী ভাষা স্কুল পরিচালনা

মৌলভীবাজারের কমলগঞ্জের হকতিয়ারখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকরী শিক্ষক বৃন্দারাণী সিনহা ব্যক্তিগত উদ্যোগে মণিপুরী ভাষায় স্কুল পরিচালনা করে আসছেন প্রায় তিন বছর ধরে। উপজেলার আদমপুর ইউনিয়নে হকতিয়ারখোলায় নিজ বাড়িতে এই স্কুল স্থাপন পরিচালনা করেন তিনি।

জানা যায়, বাংলাদেশের ক্ষুদ্র জাতিগোষ্ঠীর মানুষেরা নিজেদের মধ্যে যোগাযোগ করতে হরেক রকমের ভাষা ব্যবহার করলেও বেশির ভাগেরই নিজস্ব বর্ণমালার সঙ্গে কোন পরিচয় নেই। এই ভাবনা থেকে বৃন্দারাণী সিনহা ২০১৯ সালে ব্যক্তিগত উদ্যোগে মণিপুরী ভাষা প্রশিক্ষণ কেন্দ্র প্রতিষ্ঠা করেন। তিনি মণিপুরী ভাষা চর্চা, বর্ণমালা, শব্দ ও বাক্যগঠন শেখানোর পাশাপাশি নৈতিকতা ও ধর্মীয় রীতিনীতি শিক্ষা দেন শিক্ষার্থীদের। এ ছাড়া নিজ পরিবার ও অভিভাবকদের সহযোগিতায় শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন শিক্ষা উপকরণ দিয়ে সব সময়ই উৎসাহ দিয়ে আসছেন। 

মণিপুরী ভাষা প্রশিক্ষণ কেন্দ্রের বিষয়ে স্কুলের প্রতিষ্ঠাতা বৃন্দারাণী সিনহার সঙ্গে কথা হলে তিনি জানান, তাঁর স্বামী শুকময় সিংহের সঙ্গে আলোচনা করে ২০১৯ সালে এই স্কুল প্রতিষ্ঠা করেন। তিনি বলেন মণিপুরীরা নিজস্ব ভাষায় কথা বললেও বর্তমান প্রজন্মের প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষার্থীদের বেশির ভাগই মণিপুরী বর্ণমালার সঙ্গে পরিচয় নেই। তাই বাংলা ভাষার পাশাপাশি বাচ্চারা নিজস্ব বর্ণমালার লিখিত রূপ শিখতে পারবে। বর্তমানে তাঁর এই ভাষা শেখার স্কুলে ২৬ জন শিক্ষার্থী আছেন। তাঁদেরকে প্রতি শুক্রবারের একটি নির্ধারিত ক্লাস নেওয়া হয়। নতুন করে কিছু শিক্ষার্থীদের সম্পৃক্ত করার কথা জানালেন তিনি।

হকতিয়ারখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাজ্জাদুল হক স্বপন মণিপুরী ভাষা স্কুল পরিদর্শন করে বলেন, সরকারি পৃষ্ঠপোষকতা বাড়ানোর পাশাপাশি স্থানীয় পর্যায়ে বর্ণমালা সংরক্ষণে উদ্যোগ গ্রহণ করা বেশ জরুরি। নয়তো ক্ষুদ্র জাতিগোষ্ঠীর নিজস্ব বর্ণমালা আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাবে।

সিলেট-২ আসনে মনোনয়নপত্র জমা দিলেন ইলিয়াসপত্নী লুনা ও ছেলে অর্ণব

সিলেটে পরিত্যক্ত অবস্থায় অবিস্ফোরিত মর্টার শেল উদ্ধার

হবিগঞ্জে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে জামায়াতের প্রার্থীকে শোকজ

সিলেটে জুয়া খেলা অবস্থায় আটক ৭

ভোলাগঞ্জ স্থলবন্দর উদ্বোধন করলেন নৌপরিবহন উপদেষ্টা

জৈন্তাপুরে সড়ক দুর্ঘটনায় একজন নিহত

সিলেটে ট্রলির ধাক্কায় মসজিদের ইমাম নিহত

জৈন্তাপুরে সাড়ে ১৬ হাজার ঘনফুট বালু জব্দ, নিলামে বিক্রি

মৌলভীবাজারে আ.লীগের ৯ নেতা-কর্মী গ্রেপ্তার

সিলেট সীমান্তে খাসিয়াদের গুলিতে ২ জন নিহত