হোম > সারা দেশ > সিলেট

কোম্পানীগঞ্জে খালে মাছ ধরতে গিয়ে জেলে নিখোঁজ

কোম্পানীগঞ্জ (সিলেট) প্রতিনিধি

সিলেটের কোম্পানীগঞ্জে খালে মাছ ধরতে গিয়ে এক জেলে নিখোঁজ হয়েছেন। আজ রোববার দুপুরে উপজেলার দক্ষিণ ঢালারপাড় প্রেমকাড়া এলাকায় এ ঘটনা ঘটে। সন্ধ্যা ৭টায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত তাঁর সন্ধান মেলেনি। 

নিখোঁজ হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিল্লোল রায়। 

নিখোঁজ ব্যক্তির নাম হোরন মিয়া (৩২)। তিনি কোম্পানীগঞ্জ উপজেলার পূর্ব ইসলামপুর ইউনিয়নের মধ্য রাজনগর গ্রামের হোসেন মিয়ার ছেলে। 

পুলিশ ও স্থানীয় লোকজন জানান, আজ দুপুরে কোম্পানীগঞ্জ দক্ষিণ ঢালারপাড় প্রেমকাড়া নামক খালে মাছ ধরার জন্য ডুব দেন হোরন। কিন্তু পরে তিনি আর উঠে আসেননি। এক রাখাল ঘটনাটি দেখে পরিবারের লোকজনকে খবর দেন। খবর পেয়ে কোম্পানীগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে যায়। পরে স্থানীয় লোকজন উদ্ধার তৎপরতা চালান। সন্ধ্যা ৭টায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত তাঁকে খুঁজে পাননি তাঁরা। 

ঘটনাস্থলে থাকা কোম্পানীগঞ্জ থানার সহকারী উপপরিদর্শক মোফাজ্জল হোসেন বলেন, ‘হোরন একজন মৃগী রোগী। মাছ ধরতে ডুব দিয়ে আর উঠে আসেননি। স্থানীয়রা সন্ধ্যা ৭টা পর্যন্ত উদ্ধার তৎপরতা চালান। সিলেটের ডুবুরি দলকে জানানো হয়েছে। তারা এলে উদ্ধার অভিযান চালানো হবে।’ 

পূর্ব ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর আলম বলেন, ‘নিখোঁজ হোরন মাছ বিক্রি করে সংসার চালান। তাঁর দুই ছেলে ও দুই মেয়ে রয়েছে।’

বিএনপি নেতার অশালীন আচরণ, জমিয়ত সভাপতি মাওলানা ফারুককে শোকজ

শাকসু নির্বাচনের দাবিতে মধ্যরাতে বিক্ষোভে উত্তাল শাবিপ্রবি, ইসির স্থগিতাদেশ প্রত্যাহারের দাবি

সিলেট থেকে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু করবেন তারেক রহমান

অভিযানে জব্দ ২০ হাজার ঘনফুট বালু, ৫০ নৌকা ধ্বংস

মৌলভীবাজারে তাপমাত্রা নেমেছে ৭ ডিগ্রিতে

১৪ জানুয়ারি দেশব্যাপী কর্মবিরতির ঘোষণা হোটেল–রেস্তোরাঁর শ্রমিকদের

মব ভায়োলেন্স গণতন্ত্রকে ধ্বংস করে দিচ্ছে: মির্জা ফখরুল

সুনামগঞ্জ-৩ আসন: ৮ প্রার্থীর ৩ জনই কোটিপতি

নির্বাচনী হলফনামা: সম্পদ বেড়েছে আরিফের, স্ত্রীও হয়েছেন কোটিপতি

সিকৃবিতে কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষায় উপস্থিতির হার ৯৩.৪১ শতাংশ