হোম > সারা দেশ > সিলেট

কোম্পানীগঞ্জে খালে মাছ ধরতে গিয়ে জেলে নিখোঁজ

কোম্পানীগঞ্জ (সিলেট) প্রতিনিধি

সিলেটের কোম্পানীগঞ্জে খালে মাছ ধরতে গিয়ে এক জেলে নিখোঁজ হয়েছেন। আজ রোববার দুপুরে উপজেলার দক্ষিণ ঢালারপাড় প্রেমকাড়া এলাকায় এ ঘটনা ঘটে। সন্ধ্যা ৭টায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত তাঁর সন্ধান মেলেনি। 

নিখোঁজ হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিল্লোল রায়। 

নিখোঁজ ব্যক্তির নাম হোরন মিয়া (৩২)। তিনি কোম্পানীগঞ্জ উপজেলার পূর্ব ইসলামপুর ইউনিয়নের মধ্য রাজনগর গ্রামের হোসেন মিয়ার ছেলে। 

পুলিশ ও স্থানীয় লোকজন জানান, আজ দুপুরে কোম্পানীগঞ্জ দক্ষিণ ঢালারপাড় প্রেমকাড়া নামক খালে মাছ ধরার জন্য ডুব দেন হোরন। কিন্তু পরে তিনি আর উঠে আসেননি। এক রাখাল ঘটনাটি দেখে পরিবারের লোকজনকে খবর দেন। খবর পেয়ে কোম্পানীগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে যায়। পরে স্থানীয় লোকজন উদ্ধার তৎপরতা চালান। সন্ধ্যা ৭টায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত তাঁকে খুঁজে পাননি তাঁরা। 

ঘটনাস্থলে থাকা কোম্পানীগঞ্জ থানার সহকারী উপপরিদর্শক মোফাজ্জল হোসেন বলেন, ‘হোরন একজন মৃগী রোগী। মাছ ধরতে ডুব দিয়ে আর উঠে আসেননি। স্থানীয়রা সন্ধ্যা ৭টা পর্যন্ত উদ্ধার তৎপরতা চালান। সিলেটের ডুবুরি দলকে জানানো হয়েছে। তারা এলে উদ্ধার অভিযান চালানো হবে।’ 

পূর্ব ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর আলম বলেন, ‘নিখোঁজ হোরন মাছ বিক্রি করে সংসার চালান। তাঁর দুই ছেলে ও দুই মেয়ে রয়েছে।’

সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা, নারী–শিশুসহ আটক ১১

খালেদা জিয়াকে নিয়ে আপত্তিকর মন্তব্য, চুনারুঘাটে ‘চিতল মুখলিছ’কে গণপিটুনি

জাফলংয়ে বালুচাপায় শ্রমিকের মৃত্যু

সিলেট-২ আসনে মনোনয়নপত্র জমা দিলেন ইলিয়াসপত্নী লুনা ও ছেলে অর্ণব

সিলেটে পরিত্যক্ত অবস্থায় অবিস্ফোরিত মর্টার শেল উদ্ধার

হবিগঞ্জে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে জামায়াতের প্রার্থীকে শোকজ

সিলেটে জুয়া খেলা অবস্থায় আটক ৭

ভোলাগঞ্জ স্থলবন্দর উদ্বোধন করলেন নৌপরিবহন উপদেষ্টা

জৈন্তাপুরে সড়ক দুর্ঘটনায় একজন নিহত

সিলেটে ট্রলির ধাক্কায় মসজিদের ইমাম নিহত