মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর রেলওয়ে স্টেশনের কাছে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক ব্যক্তি মারা গেছেন। আজ রোববার সকাল ৮টার দিকে স্টেশনের উত্তর পাশে সিলেট থেকে আসা ঢাকাগামী কালনী ট্রেনের নিচে কাটা পড়ে মারা যান তিনি।
শমশেরনগর রেলওয়ে স্টেশন সূত্রে জানা গেছে, আজ সকাল ৮টার দিকে সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী কালনী এক্সপ্রেস ট্রেন শমশেরনগরের দিকে আসছিল। এ সময় স্টেশনে প্রবেশের আগেই এক মধ্যবয়সী ব্যক্তি ট্রেনে কাটা পড়েন। এ ঘটনায় মরদেহটি খণ্ডবিখণ্ড হয়ে যায়। তাই তাঁর পরিচয় এখনো জানা যায়নি।
শমশেরনগর রেলওয়ে স্টেশন মাস্টার জামাল হোসেন বিষয় নিশ্চিত করে বলেন, কালনী ট্রেনের নিচে কাটা পড়া ব্যক্তির নাম-পরিচয় এখনো জানা যায়নি।