হোম > সারা দেশ > সিলেট

মাছ মাংস ডিম গরিবদের জন্য হারাম হয়ে গেছে: মেনন

নিজস্ব প্রতিবেদক, সিলেট

বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সাবেক মন্ত্রী রাশেদ খান মেনন এমপি বলেছেন, ‘ওয়ার্কার্স পার্টি দেশের গরিবদের পক্ষে কথা বলে। আজ দেশের মানুষ তিনবেলা তো দূরের কথা, দুবেলাও ঠিকমতো খাবারের ব্যবস্থা করতে পারছে না। মাছ, মাংস, ডিম গরিবদের জন্য হারাম হয়ে গেছে। এমনকি যে আটা দিয়ে রুটি বানিয়ে খাবে, সেই আটারও দাম বেড়ে গেছে। এই দুঃসময়ে মানুষের পাশে দাঁড়িয়ে সারা দেশের মানুষের জন্য রেশনিং ব্যবস্থা চালুর দাবি তুলতে হবে। গরিব ও মধ্যবিত্ত মানুষের খাবার নিশ্চিত করতে হবে। আজ সময় এসেছে, নিজেদের দাবি নিজেদেরই পূরণ করতে হবে।’

আজ শনিবার বিকেলে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে ওয়ার্কার্স পার্টির বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে রাশেদ খান মেনন এসব কথা বলেন। 

মেনন আরও বলেন, ‘চাল, ডাল, তেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য কমানোর মাধ্যমে খাদ্যনিরাপত্তা নিশ্চিত ও পূর্ণ রেশনিং ব্যবস্থা চালু এবং বিদ্যুৎ, গ্যাসসহ জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি রোধ ও দুর্নীতি বন্ধের দাবিতে এই সমাবেশ।’ 

সমাবেশে সভাপতিত্ব করেন ওয়ার্কার্স পার্টির জেলা শাখার সভাপতি সিকান্দর আলী। প্রধান বক্তা ছিলেন ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা এমপি। সমাবেশে জেলা ও মহানগর ওয়ার্কার্স পার্টির নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

শাকসু নির্বাচনের দাবিতে মধ্যরাতে বিক্ষোভে উত্তাল শাবিপ্রবি, ইসির স্থগিতাদেশ প্রত্যাহারের দাবি

সিলেট থেকে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু করবেন তারেক রহমান

অভিযানে জব্দ ২০ হাজার ঘনফুট বালু, ৫০ নৌকা ধ্বংস

মৌলভীবাজারে তাপমাত্রা নেমেছে ৭ ডিগ্রিতে

১৪ জানুয়ারি দেশব্যাপী কর্মবিরতির ঘোষণা হোটেল–রেস্তোরাঁর শ্রমিকদের

মব ভায়োলেন্স গণতন্ত্রকে ধ্বংস করে দিচ্ছে: মির্জা ফখরুল

সুনামগঞ্জ-৩ আসন: ৮ প্রার্থীর ৩ জনই কোটিপতি

নির্বাচনী হলফনামা: সম্পদ বেড়েছে আরিফের, স্ত্রীও হয়েছেন কোটিপতি

সিকৃবিতে কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষায় উপস্থিতির হার ৯৩.৪১ শতাংশ

অনেক বছর পরে একটা প্রকৃত ভোট হবে: রিজওয়ানা হাসান