হোম > সারা দেশ > সুনামগঞ্জ

আমরা চা-শ্রমিকদের ন্যায়বিচারের পথে আছি: পরিকল্পনামন্ত্রী

সুনামগঞ্জ প্রতিনিধি

‘আমি মনে করে সব শ্রমিক, যাঁরা হাতে-পায়ে কাজ করেন, তাঁদের প্রতি ন্যায়বিচার করা উচিত। শ্রমিকেরা দারিদ্র্য-অবিচারের শিকার।’ আজ শনিবার দুপুর ১২টায় সুনামগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা পরিষদের উদ্যোগে আয়োজিত এসএসসি ও এইচএসসিতে উত্তীর্ণদের বৃত্তি প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। 

প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, ‘চা-বাগানের মালিকেরা শ্রমিকদের কিছু কিছু সুযোগ-সুবিধা দেন, তবে টাকায় নয়। আমরা চাই ন্যায়বিচারের মজুরি দেওয়া হোক। সরকার এখনো ওই জায়গায় পৌঁছায়নি। তবে শিগগির সরকার ওই জায়গায় যাবে এবং শ্রমিকদের ন্যায়বিচার করা হবে।’ 

মন্ত্রী আরও বলেন, ‘আমাদের রিজার্ভ এখন ভালো আছে। ২০০৯ সালে বিএনপি সরকার ৫ মিলিয়ন ডলার রেখে গিয়েছিল। বর্তমানে আমরা খরচ করেও ৪০ মিলিয়ন ডলারের ওপরে রেখেছি। প্রবাসীদের পাঠানো টাকা আমাদের রিজার্ভ ভালো রেখেছে।’ 

পরিকল্পনামন্ত্রী আরও বলেন, ‘গ্রাম-শহরের ব্যবধান কমিয়ে পিছিয়ে থাকা জেলাগুলোর উন্নয়ন অগ্রাধিকার দিয়ে কাজ করছি আমরা। সরকার কিছুটা টানাপোড়েনে থাকলেও সব সমস্যার সমাধান খুব শিগগির হবে। এ মাসই হয়তো কষ্টের শেষ মাস। আমরা সাধ্যমতো কাজ করছি। নৈতিক শক্তি ব্যবহার করেই উন্নয়নের যাত্রা অব্যাহত রেখেছি। সবার সহযোগিতার দরকার। সুনামগঞ্জ জেলার উন্নয়নের জন্য সবকিছুই করা হবে। জায়গার খোঁজ করছি, ছোট ছোট বিমান যেন নামতে পারে।’ 

জেলা পরিষদ প্রশাসক নুরুল হুদা মুকুটের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন, পুলিশের অতিরিক্ত ডিআইজি মো. মিজানুর রহমান, জেলা পরিষদের প্রধান নির্বাহী আব্দুল ওয়াহাব রাশেদ, সাবেক অধ্যক্ষ পরিমল কান্তি দে প্রমুখ। 

অনুষ্ঠানে সুনামগঞ্জ জেলার ২৭৬ জন শিক্ষার্থীকে বৃত্তি প্রদান ও সংবর্ধনা দেওয়া হয়।

শাকসু নির্বাচনের দাবিতে মধ্যরাতে বিক্ষোভে উত্তাল শাবিপ্রবি, ইসির স্থগিতাদেশ প্রত্যাহারের দাবি

সিলেট থেকে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু করবেন তারেক রহমান

অভিযানে জব্দ ২০ হাজার ঘনফুট বালু, ৫০ নৌকা ধ্বংস

মৌলভীবাজারে তাপমাত্রা নেমেছে ৭ ডিগ্রিতে

১৪ জানুয়ারি দেশব্যাপী কর্মবিরতির ঘোষণা হোটেল–রেস্তোরাঁর শ্রমিকদের

মব ভায়োলেন্স গণতন্ত্রকে ধ্বংস করে দিচ্ছে: মির্জা ফখরুল

সুনামগঞ্জ-৩ আসন: ৮ প্রার্থীর ৩ জনই কোটিপতি

নির্বাচনী হলফনামা: সম্পদ বেড়েছে আরিফের, স্ত্রীও হয়েছেন কোটিপতি

সিকৃবিতে কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষায় উপস্থিতির হার ৯৩.৪১ শতাংশ

অনেক বছর পরে একটা প্রকৃত ভোট হবে: রিজওয়ানা হাসান