হোম > সারা দেশ > সিলেট

উপবন এক্সপ্রেসে আগুন: ১৮ জনের নামে পুলিশের মামলা

সিলেট প্রতিনিধি

সিলেট রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ঢাকাগামী উপবন এক্সপ্রেসে আগুন লাগার ঘটনায় ১৮ জনের নামে মামলা করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় পুলিশ বাদী হয়ে এই মামলা দায়ের করে। এই ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটিও গঠন করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। 

মামলার বিষয়টি নিশ্চিত করে সিলেট রেলওয়ে পুলিশ সুপার শেখ শরিফুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘সরকারবিরোধীরা রেলে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটিয়েছে বলে ১৮ জনের নাম উল্লেখ করে মামলা করা হয়েছে। তাদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।’ 

এর আগে এই ঘটনায় বাংলাদেশ রেলওয়ের পক্ষ থেকে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয় বলে জানান সিলেট রেলস্টেশনের ব্যবস্থাপক নুরুল ইসলাম। তিনি জানান, কুলাউড়া ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর মো. রুবেল মিয়াকে আহ্বায়ক করে পাঁচ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। 

এ বিষয়ে সিলেট রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিউল ইসলাম বলেন, ‘মামলা করা হয়েছে। বর্তমানে তদন্ত চলছে। সরকারবিরোধীরা এই কর্মকাণ্ড ঘটিয়েছে বলে তাদের আসামি করা হয়েছে।’ 

এর আগে গত বুধবার রাত সাড়ে ৯টার দিকে সিলেট রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ঢাকাগামী উপবন এক্সপ্রেসের একটি বগিতে আগুন লাগার ঘটনা ঘটে। পুলিশ বলছে, নাশকতার চেষ্টায় দাহ্য কোনো দ্রব্য ছিটিয়ে আগুন ধরানো হয়েছে।

মব ভায়োলেন্স গণতন্ত্রকে ধ্বংস করে দিচ্ছে: মির্জা ফখরুল

সুনামগঞ্জ-৩ আসন: ৮ প্রার্থীর ৩ জনই কোটিপতি

নির্বাচনী হলফনামা: সম্পদ বেড়েছে আরিফের, স্ত্রীও হয়েছেন কোটিপতি

সিকৃবিতে কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষায় উপস্থিতির হার ৯৩.৪১ শতাংশ

অনেক বছর পরে একটা প্রকৃত ভোট হবে: রিজওয়ানা হাসান

সাদাপাথর-কাণ্ড: সাহাব উদ্দিনকে দলীয় পদ ফিরিয়ে দিল বিএনপি

সিলেটে টিলা থেকে অবৈধভাবে পাথর উত্তোলন করায় আটক ১৬

সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা, নারী–শিশুসহ আটক ১১

খালেদা জিয়াকে নিয়ে আপত্তিকর মন্তব্য, চুনারুঘাটে ‘চিতল মুখলিছ’কে গণপিটুনি

জাফলংয়ে বালুচাপায় শ্রমিকের মৃত্যু