হোম > সারা দেশ > সিলেট

উপবন এক্সপ্রেসে আগুন: ১৮ জনের নামে পুলিশের মামলা

সিলেট প্রতিনিধি

সিলেট রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ঢাকাগামী উপবন এক্সপ্রেসে আগুন লাগার ঘটনায় ১৮ জনের নামে মামলা করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় পুলিশ বাদী হয়ে এই মামলা দায়ের করে। এই ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটিও গঠন করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। 

মামলার বিষয়টি নিশ্চিত করে সিলেট রেলওয়ে পুলিশ সুপার শেখ শরিফুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘সরকারবিরোধীরা রেলে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটিয়েছে বলে ১৮ জনের নাম উল্লেখ করে মামলা করা হয়েছে। তাদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।’ 

এর আগে এই ঘটনায় বাংলাদেশ রেলওয়ের পক্ষ থেকে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয় বলে জানান সিলেট রেলস্টেশনের ব্যবস্থাপক নুরুল ইসলাম। তিনি জানান, কুলাউড়া ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর মো. রুবেল মিয়াকে আহ্বায়ক করে পাঁচ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। 

এ বিষয়ে সিলেট রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিউল ইসলাম বলেন, ‘মামলা করা হয়েছে। বর্তমানে তদন্ত চলছে। সরকারবিরোধীরা এই কর্মকাণ্ড ঘটিয়েছে বলে তাদের আসামি করা হয়েছে।’ 

এর আগে গত বুধবার রাত সাড়ে ৯টার দিকে সিলেট রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ঢাকাগামী উপবন এক্সপ্রেসের একটি বগিতে আগুন লাগার ঘটনা ঘটে। পুলিশ বলছে, নাশকতার চেষ্টায় দাহ্য কোনো দ্রব্য ছিটিয়ে আগুন ধরানো হয়েছে।

শাকসু নির্বাচন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত বুধবার

প্রশাসনের অভিযানে ১০ নৌকা কেটে ধ্বংস

শাকসু নির্বাচনের দাবিতে শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা

শাকসু নির্বাচনের দাবিতে ফের বিক্ষোভে শিক্ষার্থীরা

১৩ ঘণ্টা অবরুদ্ধ থাকার পরে মুক্ত শাবি ভিসি, প্রোভিসি

হাইকোর্টের স্থগিতাদেশের বিরুদ্ধে আপিলের রায়ের পরদিনই শাকসু নির্বাচন, সিন্ডিকেটে সিদ্ধান্ত

অবরুদ্ধ শাবিপ্রবির ভিসি ও প্রো-ভিসি, পদত্যাগ দাবি

শাকসু নির্বাচনের দাবিতে আজ রাত ৯টা পর্যন্ত শিক্ষার্থীদের আলটিমেটাম

রিটকারী ভিপি প্রার্থী মমিনুর রশিদ শুভকে শাবিতে অবাঞ্ছিত ঘোষণা

হাইকোর্টে শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে সিলেটে মহাসড়ক অবরোধ, তীব্র যানজট