হোম > সারা দেশ > মৌলভীবাজার

বড়লেখায় নৌকা ডুবে নিখোঁজ ব্যক্তির মরদেহ উদ্ধার  

বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি

মৌলভীবাজারের বড়লেখায় মাছ ধরতে গিয়ে নৌকা ডুবে নিখোঁজের ১৪ ঘণ্টা পর আব্দুল আজিজ কায়েছের (৫০) মরদেহ ভেসে উঠেছে। আজ রোববার সকাল ৯টায় উপজেলার সুড়িকান্দি ছালিয়াবন্দ এলাকা থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়েছে।

এর আগে গতকাল শনিবার সন্ধ্যা ৭টায় নৌকা ডুবে নিখোঁজ হন তিনি। পরে স্থানীয় লোকজন দীর্ঘ চেষ্টা চালিয়েও তাঁর কোনো সন্ধান পাননি। নিহত আব্দুল আজিজ কায়েছ গাজীটেকা গ্রামের মৃত বলাই মিয়ার ছেলে। 

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সন্ধ্যা ৭টায় আব্দুল আজিজ কায়েছ ও তাঁর বড় ভাই আব্দুর রউফ নৌকা দিয়ে মাছ ধরতে উপজেলার সুড়িকান্দি ছালিয়াবন্দে যান। এ সময় হঠাৎ নৌকাটি ডুবে যায়। পরে আব্দুর রউফ সাঁতরে পাড়ে উঠতে পারলেও আব্দুল আজিজ বন্যার পানিতে তলিয়ে যান। পরে স্থানীয় লোকজন দীর্ঘ চেষ্টা চালিয়েও তাঁর কোনো সন্ধান পাননি। খবর পেয়ে রাত ৮টায় ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে যায়। তবে রাত অনেক হওয়ায় তারা উদ্ধার অভিযান চালাতে পারেনি। এদিকে আজ রোববার সকাল ৯টায় আব্দুল আজিজ কায়েছের মরদেহ ভেসে ওঠে। পরে স্থানীয়রা মরদেহ উদ্ধার করেন। 

বড়লেখা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. শামীম মোল্লা বলেন, ‘রাতে আমরা ঘটনাস্থলে গিয়েছিলাম। রাত অনেক হওয়ায় উদ্ধার অভিযান চালানো যায়নি। স্থানীয় লোকজন উদ্ধারের চেষ্টা চালিয়েও পারেননি। সকালে সিলেট থেকে আমাদের প্রশিক্ষিত ডুবুরি দল উদ্ধার অভিযান চালানোর জন্য আসে। এর মধ্যে সকাল ৯টায় মরদেহ ভেসে ওঠায় ডুবুরি দল ফিরে গেছে।’ 

বড়লেখা থানার উপপরিদর্শক (এসআই) আতাউর রহমান বলেন, মৃতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের অনুমতি চায় কর্তৃপক্ষের কাছে। পরে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। 

বিএনপি নেতার অশালীন আচরণ, জমিয়ত সভাপতি মাওলানা ফারুককে শোকজ

শাকসু নির্বাচনের দাবিতে মধ্যরাতে বিক্ষোভে উত্তাল শাবিপ্রবি, ইসির স্থগিতাদেশ প্রত্যাহারের দাবি

সিলেট থেকে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু করবেন তারেক রহমান

অভিযানে জব্দ ২০ হাজার ঘনফুট বালু, ৫০ নৌকা ধ্বংস

মৌলভীবাজারে তাপমাত্রা নেমেছে ৭ ডিগ্রিতে

১৪ জানুয়ারি দেশব্যাপী কর্মবিরতির ঘোষণা হোটেল–রেস্তোরাঁর শ্রমিকদের

মব ভায়োলেন্স গণতন্ত্রকে ধ্বংস করে দিচ্ছে: মির্জা ফখরুল

সুনামগঞ্জ-৩ আসন: ৮ প্রার্থীর ৩ জনই কোটিপতি

নির্বাচনী হলফনামা: সম্পদ বেড়েছে আরিফের, স্ত্রীও হয়েছেন কোটিপতি

সিকৃবিতে কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষায় উপস্থিতির হার ৯৩.৪১ শতাংশ