মৌলভীবাজারের বড়লেখায় কঠোর লকডাউন বাস্তবায়নে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় শনিবার বিকেল ৪টা থেকে রাত ৭টা পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় এই অভিযান চালানো হয়। এ সময় ভ্রাম্যমাণ আদালতের ১৮টি মামলায় ৫৫ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। পাশাপাশি ৫টি মোটরসাইকেল জব্দ করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খন্দকার মুদাচ্ছির বিন আলী।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, চলমান কঠোর লকডাউনে নির্ধারিত সময়ের বাইরে অনেকে দোকান খুলে ব্যবসা করছেন। নানা অজুহাতে অনেকে ঘোরাফেরা করছেন। শনিবার বিকেলে বিধিনিষেধ কার্যকরে বড়লেখা পৌর শহর, পাখিয়ালা চৌমুহনী, দরগাবাজার, পুরাতন বড়লেখা বাজার, কাননগো বাজারে অভিযান চালায় উপজেলা প্রশাসন। অভিযান চলাকালে নির্ধারিত সময়ের পর দোকান খোলা রাখা, মাস্ক না পরা, অকারণে ঘোরাফেরা ও স্বাস্থ্যবিধি না মানায় ১৮ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ৫৫ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়। এ ছাড়া ৫টি মোটরসাইকেল জব্দ করে তালিমপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বিদ্যুৎ কান্তি দাসের জিম্মায় রাখা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খন্দকার মুদাচ্ছির বিন আলী রোববার সকালে জানান, এই অভিযান অব্যাহত থাকবে।