হোম > সারা দেশ > মৌলভীবাজার

পলাতক ইউপি চেয়ারম্যানের গুদামে মিলল ২৩১ বস্তা ভারতীয় চিনি 

কমলগঞ্জ ও রাজনগর (মৌলভীবাজার) প্রতিনিধি

মৌলভীবাজারের রাজনগরে ইউনিয়ন পরিষদের (ইউপি) এক চেয়ারম্যানের গুদাম থেকে ২৩১ বস্তা ভারতীয় চিনি জব্দ করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার উপজেলার কামারচাক ইউনিয়নের তারাপাশা বাজারের পূবালী ব্যাংকের নিচতলায় ওই ব্যক্তির গুদামে অভিযান চালানো হয়। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। 

গ্রেপ্তার ব্যক্তির নাম মছকন মিয়া (৩৫)। রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মো. মুবাশ্বির এ তথ্য নিশ্চিত করেছেন। 

পুলিশ জানায়, তারাপাশা বাজারের পূবালী ব্যাংকের নিচতলায় কামারচাক ইউপি চেয়ারম্যান আতাউর রহমানের গুদামে জব্দ করা চিনির বাজার মূল্য প্রায় ১০ লাখ টাকা। 

আতাউর রহমান মৌলভীবাজারের সাবেক এমপি মোহাম্মদ জিল্লুর রহমানের ছোট ভাই। ৫ আগস্টের পর থেকে এমপিসহ তাঁর সব ভাই আত্মগোপনে আছেন। 

ওসি জানান, গোপন সংবাদের ভিত্তিতে কামারচাক ইউনিয়নের চেয়ারম্যান আতাউর রহমানের গুদামে অভিযান পরিচালনা করা হয়। সেখান থেকে ২৩১ বস্তা ভারতীয় চিনি জব্দ করা হয়। সিলেট সীমান্ত এলাকা থেকে চোরাই পথে চিনিগুলো আমদানি করে বিক্রির উদ্দেশ্যে এই গুদামে রাখা ছিল। 

এই ঘটনায় আটককৃত মছকন মিয়া ও পলাতক চেয়ারম্যান আতাউর রহমানের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ২–৩ জনকে আসামি করে রাজনগর থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা করা হয়েছে। পলাতক আসামিদের গ্রেপ্তারে চেষ্টা চলছে। 

এদিকে সিলেট জেলা ও গোয়াইনঘাট উপজেলায় গতকাল বুধবার পৃথক স্থান থেকে ৩৪৬ বস্তা ভারতীয় চিনি জব্দ করা হয়। এ ঘটনায় মোট পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।

সাদাপাথর-কাণ্ড: সাহাব উদ্দিনকে দলীয় পদ ফিরিয়ে দিল বিএনপি

সিলেটে টিলা থেকে অবৈধভাবে পাথর উত্তোলন করায় আটক ১৬

সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা, নারী–শিশুসহ আটক ১১

খালেদা জিয়াকে নিয়ে আপত্তিকর মন্তব্য, চুনারুঘাটে ‘চিতল মুখলিছ’কে গণপিটুনি

জাফলংয়ে বালুচাপায় শ্রমিকের মৃত্যু

সিলেট-২ আসনে মনোনয়নপত্র জমা দিলেন ইলিয়াসপত্নী লুনা ও ছেলে অর্ণব

সিলেটে পরিত্যক্ত অবস্থায় অবিস্ফোরিত মর্টার শেল উদ্ধার

হবিগঞ্জে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে জামায়াতের প্রার্থীকে শোকজ

সিলেটে জুয়া খেলা অবস্থায় আটক ৭

ভোলাগঞ্জ স্থলবন্দর উদ্বোধন করলেন নৌপরিবহন উপদেষ্টা