সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার সীমান্ত এলাকায় বিজিবি পৃথক পৃথক অভিযানে ১৫০ কেজি ভারতীয় কয়লা ও ৩১ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়েছে। আজ শনিবার ভোরে এসব জব্দ করা হয়।
লাউড়েরগড় বিওপির টহল দল সূত্রে যায় যায়, অবৈধভাবে ভারতের অভ্যন্তরে প্রবেশের দায়ে উপজেলার জাদুকাটা নদী থেকে ১৫০ কেজি ভারতীয় কয়লা ও ১টি বারকি নৌকা আটক করা হয়। যার আনুমানিক মূল্য ৫১ হাজার ৯৫০ টাকা। অপরদিকে, চাঁনপুর বিওপির টহল দল উপজেলার রজনী লাইন থেকে ১২ বোতল ভারতীয় মদ জব্দ করে।
এ বিষয়ে সুনামগঞ্জ-২৮ বিজিবি অধিনায়ক তসলিম এহসান পিএসসি বলেন, জব্দকৃত ভারতীয় মদ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ে এবং কয়লা সুনামগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা রাখা হয়েছে।