হোম > সারা দেশ > সিলেট

সুরমায় ধরা পড়েছে ১০০ কেজি ওজনের বাগাড়

সিলেট প্রতিনিধি

সিলেটের সুরমা নদীতে ধরা পড়েছে ১০০ কেজি ওজনের বিশাল একটি বাগাড় মাছ। আজ রোববার মাছটি বিক্রির জন্য নগরের লালাবাজারে নিয়ে আসেন এক বিক্রেতা। মাছটির দাম হাঁকা হয়েছে দেড় লাখ টাকা। তবে এখনো পর্যন্ত মাছটি বিক্রি করা যায়নি।

জানা যায়, রোববার সকাল ৭টার দিকে লামাকাজী এলাকায় সুরমা নদীতে এই বিশাল বাগাড় মাছটি জেলেদের জালে ধরা পড়ে। জেলেদের কাছ থেকে কাজীরবাজার মৎস্য আড়তের এক ব্যবসায়ী ওই এলাকার বাসিন্দা মো. বেলাল মিয়া সেটি কিনে নেন। পরে তিনি মাছটি নগরের লালবাজারে নিয়ে আসেন।

বেলাল মিয়া জানান, ১ লাখ টাকা দিয়ে তিনি মাছটি কিনেছেন। এখন দেড় লাখ টাকা দাম চাইছেন। অবশ্য ১ লাখ ২০-৩০ হাজার টাকা পেলে তিনি বিক্রি করে দেবেন।

তিনি বলেন, যদি একসঙ্গে কেনার মতো ক্রেতা না পাওয়া যায়, তবে কেজি দরে মাছটি বিক্রি করা হবে। প্রতি কেজি ২ হাজার টাকা দরে বিক্রি হবে।

এদিকে লালাবাজারে গিয়ে দেখা গেছে, বিশালাকারের বাগাড় মাছটি দেখতে লোকজন বাজারে ভিড় করছে। অনেকে মাছটি একবার ছুঁয়েও দেখছে।

সিলেট-২ আসনে মনোনয়নপত্র জমা দিলেন ইলিয়াসপত্নী লুনা ও ছেলে অর্ণব

সিলেটে পরিত্যক্ত অবস্থায় অবিস্ফোরিত মর্টার শেল উদ্ধার

হবিগঞ্জে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে জামায়াতের প্রার্থীকে শোকজ

সিলেটে জুয়া খেলা অবস্থায় আটক ৭

ভোলাগঞ্জ স্থলবন্দর উদ্বোধন করলেন নৌপরিবহন উপদেষ্টা

জৈন্তাপুরে সড়ক দুর্ঘটনায় একজন নিহত

সিলেটে ট্রলির ধাক্কায় মসজিদের ইমাম নিহত

জৈন্তাপুরে সাড়ে ১৬ হাজার ঘনফুট বালু জব্দ, নিলামে বিক্রি

মৌলভীবাজারে আ.লীগের ৯ নেতা-কর্মী গ্রেপ্তার

সিলেট সীমান্তে খাসিয়াদের গুলিতে ২ জন নিহত