হোম > সারা দেশ > সিলেট

সুরমায় ধরা পড়েছে ১০০ কেজি ওজনের বাগাড়

সিলেট প্রতিনিধি

সিলেটের সুরমা নদীতে ধরা পড়েছে ১০০ কেজি ওজনের বিশাল একটি বাগাড় মাছ। আজ রোববার মাছটি বিক্রির জন্য নগরের লালাবাজারে নিয়ে আসেন এক বিক্রেতা। মাছটির দাম হাঁকা হয়েছে দেড় লাখ টাকা। তবে এখনো পর্যন্ত মাছটি বিক্রি করা যায়নি।

জানা যায়, রোববার সকাল ৭টার দিকে লামাকাজী এলাকায় সুরমা নদীতে এই বিশাল বাগাড় মাছটি জেলেদের জালে ধরা পড়ে। জেলেদের কাছ থেকে কাজীরবাজার মৎস্য আড়তের এক ব্যবসায়ী ওই এলাকার বাসিন্দা মো. বেলাল মিয়া সেটি কিনে নেন। পরে তিনি মাছটি নগরের লালবাজারে নিয়ে আসেন।

বেলাল মিয়া জানান, ১ লাখ টাকা দিয়ে তিনি মাছটি কিনেছেন। এখন দেড় লাখ টাকা দাম চাইছেন। অবশ্য ১ লাখ ২০-৩০ হাজার টাকা পেলে তিনি বিক্রি করে দেবেন।

তিনি বলেন, যদি একসঙ্গে কেনার মতো ক্রেতা না পাওয়া যায়, তবে কেজি দরে মাছটি বিক্রি করা হবে। প্রতি কেজি ২ হাজার টাকা দরে বিক্রি হবে।

এদিকে লালাবাজারে গিয়ে দেখা গেছে, বিশালাকারের বাগাড় মাছটি দেখতে লোকজন বাজারে ভিড় করছে। অনেকে মাছটি একবার ছুঁয়েও দেখছে।

শাকসু নির্বাচনের দাবিতে মধ্যরাতে বিক্ষোভে উত্তাল শাবিপ্রবি, ইসির স্থগিতাদেশ প্রত্যাহারের দাবি

সিলেট থেকে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু করবেন তারেক রহমান

অভিযানে জব্দ ২০ হাজার ঘনফুট বালু, ৫০ নৌকা ধ্বংস

মৌলভীবাজারে তাপমাত্রা নেমেছে ৭ ডিগ্রিতে

১৪ জানুয়ারি দেশব্যাপী কর্মবিরতির ঘোষণা হোটেল–রেস্তোরাঁর শ্রমিকদের

মব ভায়োলেন্স গণতন্ত্রকে ধ্বংস করে দিচ্ছে: মির্জা ফখরুল

সুনামগঞ্জ-৩ আসন: ৮ প্রার্থীর ৩ জনই কোটিপতি

নির্বাচনী হলফনামা: সম্পদ বেড়েছে আরিফের, স্ত্রীও হয়েছেন কোটিপতি

সিকৃবিতে কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষায় উপস্থিতির হার ৯৩.৪১ শতাংশ

অনেক বছর পরে একটা প্রকৃত ভোট হবে: রিজওয়ানা হাসান