হোম > সারা দেশ > সিলেট

সিলেটে ট্রাকচাপায় অটোচালক ও যাত্রী নিহত

সিলেট প্রতিনিধি

সিলেটের দক্ষিণ সুরমা উপজেলায় ট্রাকের চাপায় সিএনজিচালিত অটোরিকশার চালক ও এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। আজ শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার সিলাম ইউনিয়নে সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতেরা হলেন অটোরিকশার চালক বাবুল মিয়া (৬০)। তিনি দক্ষিণ সুরমার জালালপুর ইউনিয়নের বাদেশপুর গ্রামের বাসিন্দা। তবে নিহত যাত্রীর পরিচয় পাওয়া যায়নি।

পুলিশ জানায়, সিলাম ইউনিয়ন থেকে একটি সিএনজিচালিত অটোরিকশা সিলেট থেকে গহরপুর যাচ্ছিল। এ সময় বিপরীতমুখী একটি ট্রাক চাপা দিলে অটোরিকশার চালক ও এক যাত্রী নিহত হন। এ সময় এক নারী ও শিশু গুরুতর আহত হয়েছেন। তাঁরা সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, ট্রাকের চাপায় দুজনের মৃত্যু হয়েছে। এ সময় এক নারী ও শিশু গুরুতর আহত হয়েছেন। নিহত অটোচালকের নাম-পরিচয় পাওয়া গেছে। তবে বাকিদের পরিচয় এখনো পাওয়া যায়নি। 

শাকসু নির্বাচন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত বুধবার

প্রশাসনের অভিযানে ১০ নৌকা কেটে ধ্বংস

শাকসু নির্বাচনের দাবিতে শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা

শাকসু নির্বাচনের দাবিতে ফের বিক্ষোভে শিক্ষার্থীরা

১৩ ঘণ্টা অবরুদ্ধ থাকার পরে মুক্ত শাবি ভিসি, প্রোভিসি

হাইকোর্টের স্থগিতাদেশের বিরুদ্ধে আপিলের রায়ের পরদিনই শাকসু নির্বাচন, সিন্ডিকেটে সিদ্ধান্ত

অবরুদ্ধ শাবিপ্রবির ভিসি ও প্রো-ভিসি, পদত্যাগ দাবি

শাকসু নির্বাচনের দাবিতে আজ রাত ৯টা পর্যন্ত শিক্ষার্থীদের আলটিমেটাম

রিটকারী ভিপি প্রার্থী মমিনুর রশিদ শুভকে শাবিতে অবাঞ্ছিত ঘোষণা

হাইকোর্টে শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে সিলেটে মহাসড়ক অবরোধ, তীব্র যানজট