হোম > সারা দেশ > সিলেট

সিলেটের এমসি কলেজে তালামীয নেতার ওপর হামলা, শিবিরের বিরুদ্ধে অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, সিলেট  

সিলেটের মুরারি চাঁদ কলেজ ছাত্রাবাসে হামলায় আহত হন তালামীয নেতা মিজানুর রহমান রিয়াদ। ছবি: সংগৃহীত

ফেসবুকে কমেন্টের জেরে সিলেটের মুরারি চাঁদ (এমসি) কলেজ ছাত্রাবাসে এক তালামীয নেতার ওপর ছাত্রশিবিরের হামলার অভিযোগ উঠেছে। এতে ওই তালামীয নেতাসহ দুই শিক্ষার্থী আহত হয়েছেন। গতকাল বুধবার দিবাগত মধ্যরাতে এমসি কলেজ ছাত্রাবাসের প্রথম ব্লকের ১১১ নম্বর কক্ষে এ ঘটনা ঘটে।

হামলার শিকার মিজানুর রহমান রিয়াদ ইংরেজি বিভাগের শিক্ষার্থী ও তালামীযের কলেজ শাখার তথ্যপ্রযুক্তি সম্পাদক। তিনি দাবি করেছেন, তিনি জুলাই-আগস্ট আন্দোলনে সক্রিয় ছিলেন। অপর আহতের নাম জাকিরুল ইসলাম হৃদয়। তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য।

আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে ওসমানী হাসপাতালের উপপরিচালক ডা. সৌমিত্র চক্রবর্তী বলেন, ‘রিয়াদকে ভোরে ভর্তি করা হয়। তাঁর শরীরে কিছু মাইনর ইনজুরি রয়েছে। তবে তিনি দুপুর থেকে হাসপাতালে নাই। আমাদের না জানিয়ে চলে গেছেন। আর দুপুর ১২টার দিকে হৃদয়কে ভর্তি করা হয়। তাঁর হাতে জখম রয়েছে। দুজনেরই খুব সিরিয়াস কিছু হয়নি।’

এ ঘটনাকে ‘ছাত্রশিবিরের ঘৃণ্য হামলা’ আখ্যা দিয়ে প্রতিবাদে আজ বিকেলে নগরে বিক্ষোভ মিছিল করেছে আনজুমানে তালামীযে ইসলামিয়ার সিলেট মহানগর শাখা।

এমসি কলেজ শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি জওহর লোকমান মুসান্না বলেন, ‘ঘটনার সময় আমি হোস্টেলের দ্বিতীয় ব্লকে ছিলাম। মারামারির শেষে খবর পেয়ে রিয়াদকে দেখতে ঘটনাস্থলে যাই। আমার উপস্থিতিতে কাউকে মারধরের ঘটনা ঘটেনি। এই ঘটনায় ছাত্রশিবিরের কেউ জড়িত না।’

তালামীযে ইসলামিয়ার এমসি কলেজ শাখার সভাপতি আলবাব হোসেন বলেন, ‘কুয়েটের ঘটনা নিয়ে ফেসবুকে কমেন্ট করার জেরে বুধবার রাতে এমসি কলেজ শিবিরের ১০-১৫ জন গিয়ে কক্ষে আটকে রিয়াদ মারধর করে। ঘটনার তীব্র নিন্দা জানাই।’

এমসি কলেজের অধ্যক্ষ অধ্যাপক আবুল আনাম মো. রিয়াজ বলেন, এ ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী ১০ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দেবে কমিটি।

শাকসু নির্বাচন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত বুধবার

প্রশাসনের অভিযানে ১০ নৌকা কেটে ধ্বংস

শাকসু নির্বাচনের দাবিতে শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা

শাকসু নির্বাচনের দাবিতে ফের বিক্ষোভে শিক্ষার্থীরা

১৩ ঘণ্টা অবরুদ্ধ থাকার পরে মুক্ত শাবি ভিসি, প্রোভিসি

হাইকোর্টের স্থগিতাদেশের বিরুদ্ধে আপিলের রায়ের পরদিনই শাকসু নির্বাচন, সিন্ডিকেটে সিদ্ধান্ত

অবরুদ্ধ শাবিপ্রবির ভিসি ও প্রো-ভিসি, পদত্যাগ দাবি

শাকসু নির্বাচনের দাবিতে আজ রাত ৯টা পর্যন্ত শিক্ষার্থীদের আলটিমেটাম

রিটকারী ভিপি প্রার্থী মমিনুর রশিদ শুভকে শাবিতে অবাঞ্ছিত ঘোষণা

হাইকোর্টে শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে সিলেটে মহাসড়ক অবরোধ, তীব্র যানজট