হোম > সারা দেশ > সুনামগঞ্জ

উজানের ঢলে শাল্লায় দুই সন্তানসহ মা নিখোঁজ

শাল্লা (সুনামগঞ্জ) প্রতিনিধি

সুনামগঞ্জের শাল্লায় উজানের ঢলে দুই সন্তানসহ এক নারী নিখোঁজের খবর পাওয়া গেছে। আজ সোমবার সন্ধ্যায় শাল্লা সরকারি ডিগ্রি কলেজ এলাকায় এই ঘটনা ঘটে।

নিখোঁজ নারীর নাম–পরিচয় এখনো জানা যায়নি। তাদের উদ্ধার করতে কাজ করছে উপজেলা প্রশাসন। 

প্রত্যক্ষদর্শী ডোমরা গ্রামের বাসিন্দা সুব্রত দাস জানান, সন্ধ্যার দিকে রঘুনাথপুর গ্রামের দিক থেকে এক মহিলা দুই বাচ্চা নিয়ে শাল্লা ব্রিজে আসার চেষ্টা করেন। এ সময় ব্রিজের নিচে বাহাড়া রাস্তা দিয়ে ঢলের পানি প্রবাহিত হচ্ছিল। 

পানির স্রোতে ওই নারী চার বছরের ছেলে ও আট বছরের মেয়েকে নিয়ে ব্রিজে আসার চেষ্টা করেন। এ সময় স্রোতের ধাক্কায় তিনজনই দাড়াইন নদীতে তলিয়ে যায়। অনেক চেষ্টা করে তাদের রক্ষা করতে পারলাম না। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবু তালেব আজকের পত্রিকাকে বলেন, দাড়াইন নদীতে দুই সন্তানসহ মা নিখোঁজ হয়েছে। প্রত্যক্ষদর্শী সুব্রত দাসের তথ্যমতে, নিখোঁজ ব্যক্তিদের উদ্ধারে উপজেলা প্রশাসন কাজ করছে। 

তবে এখনো পর্যন্ত নিখোঁজ ব্যক্তিদের পরিচয় পাওয়া যায়নি। নিখোঁজ ব্যক্তিদের পরিচয় পাওয়ার জন্য ইউপি চেয়ারম্যান ও সদস্যদের মাধ্যমে উপজেলার প্রত্যেকটি গ্রামে গ্রামে খবর পাঠানো হয়েছে।

মব ভায়োলেন্স গণতন্ত্রকে ধ্বংস করে দিচ্ছে: মির্জা ফখরুল

সুনামগঞ্জ-৩ আসন: ৮ প্রার্থীর ৩ জনই কোটিপতি

নির্বাচনী হলফনামা: সম্পদ বেড়েছে আরিফের, স্ত্রীও হয়েছেন কোটিপতি

সিকৃবিতে কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষায় উপস্থিতির হার ৯৩.৪১ শতাংশ

অনেক বছর পরে একটা প্রকৃত ভোট হবে: রিজওয়ানা হাসান

সাদাপাথর-কাণ্ড: সাহাব উদ্দিনকে দলীয় পদ ফিরিয়ে দিল বিএনপি

সিলেটে টিলা থেকে অবৈধভাবে পাথর উত্তোলন করায় আটক ১৬

সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা, নারী–শিশুসহ আটক ১১

খালেদা জিয়াকে নিয়ে আপত্তিকর মন্তব্য, চুনারুঘাটে ‘চিতল মুখলিছ’কে গণপিটুনি

জাফলংয়ে বালুচাপায় শ্রমিকের মৃত্যু