হোম > সারা দেশ > সিলেট

কোম্পানীগঞ্জে আ.লীগ নেতা-কর্মীদের গ্রেপ্তার দাবিতে সড়ক অবরোধ

সিলেট প্রতিনিধি

কোম্পানীগঞ্জে আ.লীগ নেতা-কর্মীদের গ্রেপ্তার দাবিতে সড়ক অবরোধ। ছবি: আজকের পত্রিকা

সিলেটের কোম্পানীগঞ্জে আওয়ামী লীগের নেতা-কর্মীদের গ্রেপ্তারের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ হয়েছে। আজ বৃহস্পতিবার উপজেলার টুকের বাজারে ‘ছাত্র-জনতার ব্যানারে’ সিলেট-ভোলাগঞ্জ সড়ক অবরোধ করেন তাঁরা। খবর পেয়ে পুলিশ গিয়ে তাঁদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেয়।

এর আগে গতকাল বুধবার রাতে উপজেলার টুকের বাজারে মিছিল করেন আওয়ামী লীগের নেতা-কর্মীরা। এ ঘটনায় আজ দুপুরে টুকের বাজার পয়েন্টে সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেন বিক্ষুব্ধরা। এ সময় তাঁরা নানা স্লোগান দিতে থাকেন। রাস্তা অবরোধ করার ফলে সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ গিয়ে তাঁদের দাবি মানার আশ্বাস দিলে বিক্ষুব্ধরা সড়ক অবরোধ তুলে নেন।

এ সময় বক্তব্য দেন সিদ্দিক আবুল আলা, আদনান সোহাগ, শাকিল ইসলাম, রুহান আহমদ, জাকির হোসেন, তোফায়েল আহমদ, সাজাদ্দুর রহমান, ওমর ফারুক হামিম প্রমুখ।

বক্তারা বলেন, জুলাই অভ্যুত্থানের ১০ মাস পেরিয়ে গেলেও এখনো ডেভিলরা বাইরে ঘোরাফেরা করছেন। তাঁরা জুলাই আন্দোলনের নেতাদের একের পর এক হুমকি দিয়ে যাচ্ছেন।

গতকাল রাতে তাঁরা মিছিলও করেছেন। এর দায় কোম্পানীগঞ্জ উপজেলা প্রশাসনের। পুলিশ ডেভিলদের গ্রেপ্তার করছে না, যার কারণে তাঁরা এত সাহস পাচ্ছেন। আগামী ৭২ ঘণ্টার মধ্যে যদি ডেভিলদের গ্রেপ্তার না করা হয়, থানা ঘেরাও করা হবে।

এ বিষয়ে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজায়ের আল মাহমুদ আদনান বলেন, ‘তাঁরা সড়ক অবরোধ করলে আমরা গিয়ে তাঁদের বোঝালে তাঁরা অবরোধ তুলে নেন। আমরা আসামিদের ধরতে অভিযান অব্যাহত রাখছি। আর আওয়ামী লীগ কবে মিছিল করেছে, তা শুনিনি।’

সাদাপাথর-কাণ্ড: সাহাব উদ্দিনকে দলীয় পদ ফিরিয়ে দিল বিএনপি

সিলেটে টিলা থেকে অবৈধভাবে পাথর উত্তোলন করায় আটক ১৬

সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা, নারী–শিশুসহ আটক ১১

খালেদা জিয়াকে নিয়ে আপত্তিকর মন্তব্য, চুনারুঘাটে ‘চিতল মুখলিছ’কে গণপিটুনি

জাফলংয়ে বালুচাপায় শ্রমিকের মৃত্যু

সিলেট-২ আসনে মনোনয়নপত্র জমা দিলেন ইলিয়াসপত্নী লুনা ও ছেলে অর্ণব

সিলেটে পরিত্যক্ত অবস্থায় অবিস্ফোরিত মর্টার শেল উদ্ধার

হবিগঞ্জে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে জামায়াতের প্রার্থীকে শোকজ

সিলেটে জুয়া খেলা অবস্থায় আটক ৭

ভোলাগঞ্জ স্থলবন্দর উদ্বোধন করলেন নৌপরিবহন উপদেষ্টা