কোম্পানীগঞ্জ (সিলেট): সিলেট সীমান্তবর্তী কোম্পানীগঞ্জ উপজেলার ধলাই নদে অভিযান চালিয়েছে টাস্কফোর্স। এই অভিযানে লিজবহির্ভূত জায়গা থেকে বালু উত্তোলনে ব্যবহৃত ১০টি লিস্টার মেশিন জব্দ করে আগুনে পোড়ানো হয়।
গত সোমবার (২১ জুন) বিকেলে কোম্পানীগঞ্জের সহকারী কমিশনার (ভূমি) মো. এরশাদ মিয়ার নেতৃত্বে টাস্কফোর্স এই অভিযান চালায়। এ অভিযানে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও পুলিশের সদস্যরাও অংশ নেন।
এরশাদ মিয়া জানান, ইজারাবিহীন জায়গা থেকে মেশিনের সাহায্যে কয়েকজন বালু উত্তোলন করছে–এমন সংবাদে ধলাই সেতু ও ইসলামগঞ্জ বাজার এলাকায় টাস্কফোর্সের এ অভিযান চালানো হয়। অভিযানের সংবাদে বালু উত্তোলনকারীরা সটকে পড়েন।