হোম > সারা দেশ > সিলেট

মামলা প্রত্যাহার না হলে অনির্দিষ্টকাল যান চলাচল বন্ধের আল্টিমেটাম

জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা সড়ক পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদের সভাপতি হাজী নিজামুল করিমের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এ সময় মানববন্ধনে বক্তারা নিজামুলের বিরুদ্ধে হওয়া মামলা প্রত্যাহারের দাবি জানান। অন্যথায় অনির্দিষ্টকালের জন্য যান চলাচল বন্ধের আল্টিমেটাম দেন। 

আজ বুধবার দুপুরে স্থানীয় পৌর পয়েন্টের জগন্নাথপুরের পরিবহন সেক্টরের মালিক-শ্রমিকদের উদ্যোগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

পরে জগন্নাথপুর-সিলেট সড়কের মিনিবাস শ্রমিক সমিতির সভাপতি রব্বানী মিয়ার সভাপতিত্বে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন জগন্নাথপুর-সিলেট সড়কের মিনিবাস শ্রমিক সমিতির সাধারণ সম্পাদক রেজন মিয়া, উপজেলা মাইক্রোবাস শ্রমিক উপকমিটির সভাপতি আলফু মিয়া, ট্রাক-লরি-কাভার্ডভ্যান শ্রমিক সমিতির সভাপতি ফয়জুর নূর, সড়ক পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদের সহসভাপতি তোরণ মিয়া, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম খেজর, যুগ্ম সম্পাদক আজিজ মিয়া প্রমুখ। 

সভায় বক্তারা বলেন, অবিলম্বে থানায় দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার করা না হলেও আগামী ৬ নভেম্বর থেকে জগন্নাথপুরে অনির্দিষ্টকালের জন্য কোনো ধরনের যানবাহন চলাচল করবে না বলে আল্টিমেটাম দেন।

জগন্নাথপুর উপজেলা সড়ক পরিবহন মালিক ঐক্য পরিষদের সহসভাপতি সভাপতি রব্বানী মিয়া বলেন, উদ্দেশ্য ও ষড়যন্ত্রমূলকভাবে নিজামুল করিমকে মিথ্যা মামলায় জড়ানো হয়েছে। দ্রুত মামলা প্রত্যাহার করা না হলে ৬ নভেম্বর থেকে জগন্নাথপুরে অনির্দিষ্টকালের জন্য যানবাহন চলাচল বন্ধ করে দেওয়া হবে।

জগন্নাথপুর উপজেলা সড়ক পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদের সভাপতি হাজী নিজামুল করিম জানান, জগন্নাথপুর পৌরসভার ইসহাকপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্রে করে দুই পক্ষের মধ্যে গত সোমবার রাতে সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনার সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই। তবুও আমাকে উদ্দেশ্যমূলকভাবে আসামি করা হয়েছে। 
 
জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, মামলার তদন্তের স্বার্থে এই মুহূর্তে কোন কিছু বলা যাবে না।

শাকসু নির্বাচন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত বুধবার

প্রশাসনের অভিযানে ১০ নৌকা কেটে ধ্বংস

শাকসু নির্বাচনের দাবিতে শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা

শাকসু নির্বাচনের দাবিতে ফের বিক্ষোভে শিক্ষার্থীরা

১৩ ঘণ্টা অবরুদ্ধ থাকার পরে মুক্ত শাবি ভিসি, প্রোভিসি

হাইকোর্টের স্থগিতাদেশের বিরুদ্ধে আপিলের রায়ের পরদিনই শাকসু নির্বাচন, সিন্ডিকেটে সিদ্ধান্ত

অবরুদ্ধ শাবিপ্রবির ভিসি ও প্রো-ভিসি, পদত্যাগ দাবি

শাকসু নির্বাচনের দাবিতে আজ রাত ৯টা পর্যন্ত শিক্ষার্থীদের আলটিমেটাম

রিটকারী ভিপি প্রার্থী মমিনুর রশিদ শুভকে শাবিতে অবাঞ্ছিত ঘোষণা

হাইকোর্টে শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে সিলেটে মহাসড়ক অবরোধ, তীব্র যানজট