হোম > সারা দেশ > সিলেট

‘আনসার সদস্যদের নিয়মবহির্ভূতভাবে ব্যবহার করতেন মেয়র আরিফ’

নিজস্ব প্রতিবেদক, সিলেট

পাঁচজন আনসার সদস্যকে নিয়মবহির্ভূতভাবে ব্যক্তিগত ও বাসভবনের নিরাপত্তায় ব্যবহার করতেন সিলেট সিটি করপোরেশনের (সিসিক) মেয়র আরিফুল হক চৌধুরী। আনসার সদস্য প্রত্যাহারের বিষয় বিভিন্ন গণমাধ্যমে তিনি যেভাবে প্রচার করছেন, তা সঠিক নয় বরং বিভ্রান্তিমূলক। মেয়রের বিভ্রান্তিকর বক্তব্য প্রত্যাহারের জন্য অনুরোধ জানিয়ে বিষয়টি সঠিকভাবে তুলে ধরার জন্য গণমাধ্যমকে বিশেষভাবে অনুরোধ করেন আনসার ও ভিডিপি সিলেট জেলা কমান্ড্যান্ট আলী রেজা রাব্বী।

আজ শুক্রবার ‘প্রকাশিত সংবাদে মেয়র আরিফুল হক চৌধুরী মহোদয়ের বিভ্রান্তিকর তথ্য প্রদান প্রসঙ্গে’ গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জেলা কমান্ড্যান্ট এ অনুরোধ করেন।

বিজ্ঞপ্তিতে আলী রেজা রাব্বী বলেন, ‘১৭ মে সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীর বাসভবন ও ব্যক্তিগত নিরাপত্তায় থাকা আনসার সদস্যদের প্রত্যাহার সংক্রান্ত একটি বিভ্রান্তিকর সংবাদ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়। যা আমাদের দৃষ্টিগোচর হয়েছে। যেখানে মেয়র আরিফুল হক চৌধুরী দাবি করেন সরকার কর্তৃক নিয়মবহির্ভূতভাবে তাঁর নিরাপত্তায় থাকা আনসার সদস্যদের প্রত্যাহার করা হয়েছে।’

সিটি করপোরেশনের আবেদনের পরিপ্রেক্ষিতে সিলেট জেলা আনসার ও ভিডিপি কার্যালয় নগর ভবন ও নগর ভবনের সংশ্লিষ্ট স্থাপনার নিরাপত্তার জন্য ২৪ জন আনসার সদস্য মোতায়েন করে। কিন্তু মেয়র ওই আনসার সদস্যদের মধ্য থেকে পাঁচজন আনসার সদস্যকে নিয়মবহির্ভূতভাবে নিজের ব্যক্তিগত ও বাসভবনের নিরাপত্তায় ব্যবহার করতে থাকেন। এ বিষয়টি সিলেট জেলা আনসার ও ভিডিপি কার্যালয় অবগত হওয়ার পর ওই পাঁচজন আনসার সদস্যকে পুনরায় নগর ভবনে দায়িত্ব পালনের জন্য ফিরিয়ে আনা হয়েছে। 

আলী রেজা রাব্বী বলেন, ‘মেয়র তাঁর নিরাপত্তায় নিয়োজিত আনসার সদস্য প্রত্যাহারের বিষয়টি বিভিন্ন গণমাধ্যমে যেভাবে প্রচার করছেন, তা সঠিক নয় বরং বিভ্রান্তিমূলক। জেলা আনসার ও ভিডিপি কার্যালয় থেকে মেয়র ব্যক্তিগত ও বাসভবনের নিরাপত্তার জন্য কখনো কোনো আনসার সদস্য মোতায়েন করা হয়নি।’

সিলেট থেকে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু করবেন তারেক রহমান

অভিযানে জব্দ ২০ হাজার ঘনফুট বালু, ৫০ নৌকা ধ্বংস

মৌলভীবাজারে তাপমাত্রা নেমেছে ৭ ডিগ্রিতে

১৪ জানুয়ারি দেশব্যাপী কর্মবিরতির ঘোষণা হোটেল–রেস্তোরাঁর শ্রমিকদের

মব ভায়োলেন্স গণতন্ত্রকে ধ্বংস করে দিচ্ছে: মির্জা ফখরুল

সুনামগঞ্জ-৩ আসন: ৮ প্রার্থীর ৩ জনই কোটিপতি

নির্বাচনী হলফনামা: সম্পদ বেড়েছে আরিফের, স্ত্রীও হয়েছেন কোটিপতি

সিকৃবিতে কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষায় উপস্থিতির হার ৯৩.৪১ শতাংশ

অনেক বছর পরে একটা প্রকৃত ভোট হবে: রিজওয়ানা হাসান

সাদাপাথর-কাণ্ড: সাহাব উদ্দিনকে দলীয় পদ ফিরিয়ে দিল বিএনপি