হোম > সারা দেশ > সুনামগঞ্জ

সুনামগঞ্জে ছেলেকে বাঁচাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে ইজিবাইক চালকের মৃত্যু

জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি 

সুনামগঞ্জে নিহত ইজিবাইক চালক আল আমিন। ছবি: সংগৃহীত

সুনামগঞ্জের জগন্নাথপুরে ছেলেকে বাঁচাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে আল আমিন (২৮) নামের এক ইজিবাইক চালকের মৃত্যু হয়েছে। আজ রোববার সকাল ৭টার দিকে রানীগঞ্জ ইউনিয়নের নারিকেলতলা গ্রামে এ ঘটনা ঘটে।

আলি আমিন ওই গ্রামের আওয়াল মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে জানান, প্রতিদিনের মতো বাড়ির উঠানে ব্যাটারিচালিত ইজিবাইক চার্জে লাগানো ছিল। সকালে অসাবধানতাবশত ওই চালকের শিশু সন্তান ইয়াসিন মিয়া (৫) বিদ্যুতায়িত হয়। এ সময় আল আমিন ছুটে এসে ছেলে ধাক্কা দিয়ে সরিয়ে দিলেও নিজেই বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলে অজ্ঞান হয়ে পড়েন। পরে তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ইজিবাইক চালক আল আমিনের বাবা আওয়াল মিয়া বলেন, ছেলেকে বিদ্যুতায়িত হতে দেখে আল আমিন তাকে বাঁচাতে গিয়ে বিদ্যুতায়িত হয়। এ সময় তাঁর ছেলের চিৎকারে পরিবারের লোকজন ছুটে এসে আল আমিনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

বিষয়টি নিশ্চিত করে জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান আখন্দ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কারও কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়া মরদেহ দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

মব ভায়োলেন্স গণতন্ত্রকে ধ্বংস করে দিচ্ছে: মির্জা ফখরুল

সুনামগঞ্জ-৩ আসন: ৮ প্রার্থীর ৩ জনই কোটিপতি

নির্বাচনী হলফনামা: সম্পদ বেড়েছে আরিফের, স্ত্রীও হয়েছেন কোটিপতি

সিকৃবিতে কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষায় উপস্থিতির হার ৯৩.৪১ শতাংশ

অনেক বছর পরে একটা প্রকৃত ভোট হবে: রিজওয়ানা হাসান

সাদাপাথর-কাণ্ড: সাহাব উদ্দিনকে দলীয় পদ ফিরিয়ে দিল বিএনপি

সিলেটে টিলা থেকে অবৈধভাবে পাথর উত্তোলন করায় আটক ১৬

সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা, নারী–শিশুসহ আটক ১১

খালেদা জিয়াকে নিয়ে আপত্তিকর মন্তব্য, চুনারুঘাটে ‘চিতল মুখলিছ’কে গণপিটুনি

জাফলংয়ে বালুচাপায় শ্রমিকের মৃত্যু