হোম > সারা দেশ > সিলেট

বিষণ্ণতায় ভুগছেন ৭৪% বিশ্ববিদ্যালয় ভর্তি-ইচ্ছুক

শাবিপ্রবি প্রতিনিধি

প্রাতিষ্ঠানিক ফলাফলে বিপর্যয়, মানসিক সমস্যা ও ভর্তি পরীক্ষার প্রস্তুতির ব্যাপারে আত্মবিশ্বাস না থাকাসহ বিভিন্ন কারণে দেশের ৭৪ শতাংশ বিশ্ববিদ্যালয় ভর্তি-ইচ্ছুক বিষণ্নতায় ভুগছেন বলে দাবি করেছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) একদল গবেষক।

দেশের বিভাগীয় শহরগুলোয় ২০২১-২২ এইচএসসি সেশনের প্রায় ৫ হাজার বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার্থীর ওপর জরিপ চালিয়ে এ গবেষণার ফলাফল তৈরি করা হয়। গবেষক দলের নেতৃত্বে ছিলেন শাবিপ্রবির পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ড. জামাল উদ্দিন।

প্রিভেলেন্স অব ডিপ্রেশন অ্যান্ড ইটস অ্যাশোসিয়েটেড ফ্যাক্টরস অ্যামাং আন্ডারগ্র্যাজুয়েট অ্যাডমিশন ক্যান্ডিডেটস ইন বাংলাদেশ: এ নেশনওয়াইড ক্রস সেকশনাল স্টাডি’ শিরোনামে গবেষণাপত্রটি তৈরি করা হয়। সম্প্রতি গবেষণাপত্রটি আন্তর্জাতিক মাল্টিডিসিপ্লিনারি কিউ-১ জার্নাল প্লস ওয়ানে প্রকাশ করা হয়।

গবেষক দলে শাবিপ্রবি পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী মো. নাফিউল হাসান ও আল মাহমুদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি বিভাগের শিক্ষার্থী মুনমুন সরকারসহ সাতজন গবেষক ছিলেন। তাঁরা বলেন, পারিবারিক সমস্যা, গুরুতর অসুস্থতা, কোভিড আক্রান্ত, প্রাতিষ্ঠানিক ফলাফল বিপর্যয়, মানসিক সমস্যা ও ভর্তি পরীক্ষার প্রস্তুতির ব্যাপারে আত্মবিশ্বাস না থাকাসহ বিভিন্ন কারণে বিশ্ববিদ্যালয় ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীরা মানসিক চাপে ভুগছেন।

গবেষণাপত্রটির তথ্যমতে, দেশের ৭৪ শতাংশ ভর্তি পরীক্ষার্থী বিভিন্ন পর্যায়ের বিষণ্নতায় ভুগছেন। 

শাকসু নির্বাচন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত বুধবার

প্রশাসনের অভিযানে ১০ নৌকা কেটে ধ্বংস

শাকসু নির্বাচনের দাবিতে শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা

শাকসু নির্বাচনের দাবিতে ফের বিক্ষোভে শিক্ষার্থীরা

১৩ ঘণ্টা অবরুদ্ধ থাকার পরে মুক্ত শাবি ভিসি, প্রোভিসি

হাইকোর্টের স্থগিতাদেশের বিরুদ্ধে আপিলের রায়ের পরদিনই শাকসু নির্বাচন, সিন্ডিকেটে সিদ্ধান্ত

অবরুদ্ধ শাবিপ্রবির ভিসি ও প্রো-ভিসি, পদত্যাগ দাবি

শাকসু নির্বাচনের দাবিতে আজ রাত ৯টা পর্যন্ত শিক্ষার্থীদের আলটিমেটাম

রিটকারী ভিপি প্রার্থী মমিনুর রশিদ শুভকে শাবিতে অবাঞ্ছিত ঘোষণা

হাইকোর্টে শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে সিলেটে মহাসড়ক অবরোধ, তীব্র যানজট