হোম > সারা দেশ > সুনামগঞ্জ

মধ্যনগরে চোরাইপথে আনা ২০০ বস্তা ভারতীয় চিনি জব্দ, গ্রেপ্তার ১০ 

ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি

সুনামগঞ্জের মধ্যনগরে চোরাইপথে আনা ২০০ বস্তা (১০ হাজার কেজি) ভারতীয় চিনি জব্দ করেছে পুলিশ। এই ঘটনায় ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল শুক্রবার রাতে মধ্যনগর উপজেলার বংশীকুণ্ডা দক্ষিণ ইউনিয়নের হামিদপুর চৌরাস্তা এলাকায় এই ঘটনা ঘটে। 

চিনি জব্দ ও গ্রেপ্তারের বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করেন মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমরান হোসেন। তিনি বলেন, ‘শুল্ক ফাঁকি দিয়ে ভারত থেকে অবৈধ পথে এসব চিনি আনা হয়। এই ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে ১০ জনের নামে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। তাঁদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’ 

গ্রেপ্তাররা হলেন উপজেলার আমানিপুর গ্রামের মো. জমির হোসেন (২৪) ও আতাবুর রহমান (১৯), সাউদপাড়া গ্রামের আনোয়ার হোসেন (২৪), দাতিয়া পাড়া গ্রামের জিয়াউর রহমান (২৪) ও মো. সাধীন মিয়া (২৩), কালগড় গ্রামের আব্দুর রাজ্জাক (২৪) ও রতন মিয়া (৩০), দাতিয়া পাড়া গ্রামের মো. রুবেল মিয়া (২৪), দক্ষিণ উড়া গ্রামের পরিতোষ তালুকদার (১৯) এবং তাহিরপুর উপজেলার কালাগাঁও গ্রামের হিরা মিয়া (২৮)। 

পুলিশ জানায়, ভারত থেকে অবৈধভাবে আনা চিনি পাচার করার খবর পেয়ে আজ ভোরে অভিযান চালিয়ে ছয়টি ট্রলিতে ৫০ কেজির ওজনের ২০০ বস্তা ভারতীয় চিনি জব্দ করা হয়। এ সময় ১০ জনকে গ্রেপ্তার করা হয়। জব্দ করা চিনির বাজারমূল্য ৯ লাখ টাকা বলে পুলিশের ধারণা।

সাদাপাথর-কাণ্ড: সাহাব উদ্দিনকে দলীয় পদ ফিরিয়ে দিল বিএনপি

সিলেটে টিলা থেকে অবৈধভাবে পাথর উত্তোলন করায় আটক ১৬

সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা, নারী–শিশুসহ আটক ১১

খালেদা জিয়াকে নিয়ে আপত্তিকর মন্তব্য, চুনারুঘাটে ‘চিতল মুখলিছ’কে গণপিটুনি

জাফলংয়ে বালুচাপায় শ্রমিকের মৃত্যু

সিলেট-২ আসনে মনোনয়নপত্র জমা দিলেন ইলিয়াসপত্নী লুনা ও ছেলে অর্ণব

সিলেটে পরিত্যক্ত অবস্থায় অবিস্ফোরিত মর্টার শেল উদ্ধার

হবিগঞ্জে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে জামায়াতের প্রার্থীকে শোকজ

সিলেটে জুয়া খেলা অবস্থায় আটক ৭

ভোলাগঞ্জ স্থলবন্দর উদ্বোধন করলেন নৌপরিবহন উপদেষ্টা