হোম > সারা দেশ > সিলেট

স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন সুরঞ্জিত সেনের স্ত্রী

শাল্লা (সুনামগঞ্জ) প্রতিনিধি

সুনামগঞ্জ-২ আসন থেকে বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন দলের প্রয়াত নেতা সুরঞ্জিত সেনগুপ্তের স্ত্রী ও বর্তমান সংসদ সদস্য ড. জয়া সেনগুপ্তা।

আজ মঙ্গলবার সকালে নির্বাচনের রিটার্নিং কর্মকর্তার দপ্তর থেকে জয়া সেনের পক্ষে মনোনয়নপত্র তোলেন দিরাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি কামাল উদ্দিন। জয়া সেনগুপ্তা বিকেলে আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন।

দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মাহমুদুর রহমান মামুন আজকের পত্রিকাকে বলেন, বর্তমান এমপি ড. জয়া সেনগুপ্তার পক্ষে স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন সংগ্রহ করেছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি কামাল উদ্দিন।

এ বিষয়ে জয়া সেনগুপ্তা আজকের পত্রিকাকে বলেন, ‘স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন সংগ্রহ করা হয়েছে। তবে এই বিষয়ে সাংবাদিকদের কাছে কোনো বক্তব্য দিতে পারব না। দিরাই এসে আমি কথা বলব।’

জয়া সেনের পক্ষে স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন সংগ্রহের সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি সিরাজ উদ-দৌলা তালুকদার, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আতাউর রহমান, পৌরসভার মেয়র বিশ্বজিৎ রায়সহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের নেতা-কর্মীরা।

সুরঞ্জিত সেনগুপ্তের মৃত্যুর পর দিরাই-শাল্লা উপজেলা নিয়ে গঠিত সুনামগঞ্জ-২ আসন থেকে দুবার সংসদ সদস্য নির্বাচিত হন তাঁর স্ত্রী ড. জয়া সেনগুপ্তা। তবে এবার এ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন চৌধুরী আবদুল্লাহ আল মাহমুদ। তিনি বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের ছোট ভাই।

সুনামগঞ্জ-২ আসন থেকে সাতবার এমপি নির্বাচিত হয়েছিলেন প্রয়াত রাজনীতিবিদ সুরঞ্জিত সেনগুপ্ত। এর আগে সত্তরের নির্বাচনে প্রাদেশিক পরিষদেরও নির্বাচিত সদস্য ছিলেন তিনি।

ফলে হাওর এলাকার এ আসনটি ‘সুরঞ্জিতের আসন’ নামে পরিচিত হয়ে ওঠে। তাঁর মৃত্যুর পর এ আসন থেকে দুবার সংসদ সদস্য নির্বাচিত হন তাঁর স্ত্রী ড. জয়া সেনগুপ্তা।

শাকসু নির্বাচন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত বুধবার

প্রশাসনের অভিযানে ১০ নৌকা কেটে ধ্বংস

শাকসু নির্বাচনের দাবিতে শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা

শাকসু নির্বাচনের দাবিতে ফের বিক্ষোভে শিক্ষার্থীরা

১৩ ঘণ্টা অবরুদ্ধ থাকার পরে মুক্ত শাবি ভিসি, প্রোভিসি

হাইকোর্টের স্থগিতাদেশের বিরুদ্ধে আপিলের রায়ের পরদিনই শাকসু নির্বাচন, সিন্ডিকেটে সিদ্ধান্ত

অবরুদ্ধ শাবিপ্রবির ভিসি ও প্রো-ভিসি, পদত্যাগ দাবি

শাকসু নির্বাচনের দাবিতে আজ রাত ৯টা পর্যন্ত শিক্ষার্থীদের আলটিমেটাম

রিটকারী ভিপি প্রার্থী মমিনুর রশিদ শুভকে শাবিতে অবাঞ্ছিত ঘোষণা

হাইকোর্টে শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে সিলেটে মহাসড়ক অবরোধ, তীব্র যানজট