স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরীর পদত্যাগের দাবিতে সিলেটে বিক্ষোভ ও মানববন্ধন হয়েছে। আজ মঙ্গলবার নগরীর চৌহাট্টা এলাকার কেন্দ্রীয় শহীদ মিনার এ বিক্ষোভ হয়।
মানববন্ধনে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ ছাড়াও সারা দেশে নারী নির্যাতন, ধর্ষণ, ছিনতাই ও সন্ত্রাসী কার্যক্রম বন্ধের আহ্বান জানানো হয়।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়, চারণ সাংস্কৃতিক জোট ও সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের আয়োজনে মানববন্ধনে সংগঠনের নেতৃবৃন্দ ছাড়াও সর্বস্তরের ছাত্র-জনতা অংশ নেন।