হোম > সারা দেশ > সিলেট

সিলেটে ভারতীয় চিনিবোঝাই ১৪ ট্রাক জব্দ

নিজস্ব প্রতিবেদক, সিলেট

সিলেটে অবৈধভাবে আসা ১৪ ট্রাক ভারতীয় চিনি জব্দ করেছে পুলিশ। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। আজ বৃহস্পতিবার ভোরে সিলেট সদর উপজেলার কোম্পানীগঞ্জ-জালালাবাদ রোডের উমাইরগাঁও এলাকার ভাদেশ্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে ভারতীয় চিনিবোঝাই গাড়িগুলো জব্দ করা হয়। সিলেটে জব্দকৃত এটিই চিনির সবচেয়ে বড় চালান।

পুলিশ জানায়, ট্রাকগুলো কোম্পানীগঞ্জ থেকে জালালাবাদের দিকে যাচ্ছিল। এ সময় পুলিশ ধাওয়া দিলে ১৪টি ট্রাক, প্রাইভেট কার ও ১টি মোটরসাইকেল রেখে পালিয়ে যায় চোরাকারবারিরা। জব্দকৃত চিনির আনুমানিক মূল্য ২ কোটি টাকা।

সিলেট মহানগর পুলিশের উপকমিশনার আজবাহার আলী শেখ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বৃহস্পতিবার সন্ধ্যায় আজকের পত্রিকাকে বলেন, ‘এখন পর্যন্ত সাতটি গাড়ির চিনির বস্তা গুনে নামানো হয়েছে। প্রতি ট্রাকে ১৫০টি বস্তা রয়েছে। আরও সাতটি ট্রাকের চিনির বস্তা গণনার বাকি আছে। চিনির গাড়ির সঙ্গে কাউকে পাওয়া যায়নি। আমাদের তদন্তকাজ চলছে।’ 

আজবাহার আলী শেখ বলেন, ‘আমরা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১৪টি ট্রাকবোঝাই ভারতীয় চিনি, একটি প্রাইভেট কার ও একটি মোটরসাইকেল জব্দ করেছি।’

এসএমপির জালালাবাদ থানার ওসি মিজানুর রহমান বলেন, ‘আসামিদের ধরতে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।’

শাকসু নির্বাচন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত বুধবার

প্রশাসনের অভিযানে ১০ নৌকা কেটে ধ্বংস

শাকসু নির্বাচনের দাবিতে শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা

শাকসু নির্বাচনের দাবিতে ফের বিক্ষোভে শিক্ষার্থীরা

১৩ ঘণ্টা অবরুদ্ধ থাকার পরে মুক্ত শাবি ভিসি, প্রোভিসি

হাইকোর্টের স্থগিতাদেশের বিরুদ্ধে আপিলের রায়ের পরদিনই শাকসু নির্বাচন, সিন্ডিকেটে সিদ্ধান্ত

অবরুদ্ধ শাবিপ্রবির ভিসি ও প্রো-ভিসি, পদত্যাগ দাবি

শাকসু নির্বাচনের দাবিতে আজ রাত ৯টা পর্যন্ত শিক্ষার্থীদের আলটিমেটাম

রিটকারী ভিপি প্রার্থী মমিনুর রশিদ শুভকে শাবিতে অবাঞ্ছিত ঘোষণা

হাইকোর্টে শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে সিলেটে মহাসড়ক অবরোধ, তীব্র যানজট