হোম > সারা দেশ > সিলেট

স্ত্রীর জানাজার আগ মুহূর্তেই মারা গেলেন স্বামী, পাশাপাশি দাফন

বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি 

মৃত জমশিদ আলী। ছবি: সংগৃহীত

স্ত্রীর মৃত্যুর শোকে জানাজার সময় মারা গেলেন স্বামী জমশিদ আলীও। ঘটনাটি ঘটেছে সিলেটের বিশ্বনাথ পৌরসভার ইলামেরগাঁও আটঘর গ্রামে। অল্প সময়ের ব্যবধানে স্বামী-স্ত্রীর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

শতবর্ষী জমশিদ আলীর স্ত্রী হাওয়ারুন নেছা বার্ধক্যের রোগে গতকাল শনিবার বিকেল ৫টার দিকে মারা যান। জানাজা ঠিক করা হয় আজ রোববার বেলা ১১টার দিকে।

গতকাল শনিবার রাতে এশার নামাজ আদায় শেষে বেশ কিছুক্ষণ পবিত্র কোরআন শরিফ তিলাওয়াত করেন জমশিদ আলী। আজ সকালে হঠাৎ করেই তিনি অসুস্থ হলে দ্রুত তাঁকে চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হয়। এরপরই জানাজার ঠিক আগমুহূর্তে তিনি চলে যান না ফেরার দেশে। বাদ আসর স্ত্রীর পাশেই তাঁকে শায়িত করা হয়।

জমশিদ-হাওয়ারুন দম্পতি ৬ ছেলে ও ২ মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

এই দম্পতির ছেলে আব্দুল আজিজ বলেন, ‘আমাদের আম্মা মৃত্যুর পর রোববার বেলা সাড়ে ১১টার দিকে জানাযার নামাজের সময় নির্ধারণ করা হয়েছিল। এর ঘণ্টাখানেক পূর্বে হঠাৎ আব্বা অসুস্থ হয়ে পড়লে আমরা তাঁকে চিকিৎসার জন্য ডাক্তারের কাছে নিয়ে যাই। চিকিৎসা গ্রহণ শেষে বাড়িতে আসার পর আম্মার জানাজার নামাজের ১০–১৫ মিনিট পূর্বে আব্বাও মারা যান। এক সঙ্গে আব্বা-আম্মার মৃত্যু আমাদের কাছে অনেক কষ্ঠদায়ক।’

এই দম্পতির বিষয়ে স্থানীয় নকীখালি বাজারের ব্যবসায়ী মো. কাওছার খান বলেন, ‘এরকম দম্পতি খুব কমই দেখেছি। তারা একজন আরেক জনের হাত ধরে ডাক্তারের কাছে যেত। কোথাও গেলে সব সময় তাদেরকে একসাথেই দেখা যেত। আজ একসঙ্গেই তারা কবরে চলে গেলেন।’

সিকৃবিতে কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষায় উপস্থিতির হার ৯৩.৪১ শতাংশ

অনেক বছর পরে একটা প্রকৃত ভোট হবে: রিজওয়ানা হাসান

সাদাপাথর-কাণ্ড: সাহাব উদ্দিনকে দলীয় পদ ফিরিয়ে দিল বিএনপি

সিলেটে টিলা থেকে অবৈধভাবে পাথর উত্তোলন করায় আটক ১৬

সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা, নারী–শিশুসহ আটক ১১

খালেদা জিয়াকে নিয়ে আপত্তিকর মন্তব্য, চুনারুঘাটে ‘চিতল মুখলিছ’কে গণপিটুনি

জাফলংয়ে বালুচাপায় শ্রমিকের মৃত্যু

সিলেট-২ আসনে মনোনয়নপত্র জমা দিলেন ইলিয়াসপত্নী লুনা ও ছেলে অর্ণব

সিলেটে পরিত্যক্ত অবস্থায় অবিস্ফোরিত মর্টার শেল উদ্ধার

হবিগঞ্জে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে জামায়াতের প্রার্থীকে শোকজ