হোম > সারা দেশ > সুনামগঞ্জ

সুনামগঞ্জে সম্পত্তি ভাগ-বাঁটোয়ারা নিয়ে ছোট ভাইকে খুন

সুনামগঞ্জ প্রতিনিধি

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নে সম্পত্তির ভাগ-বাঁটোয়ারা নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নুরুল আমিন (৬০) খুন হয়েছেন বলে অভিযোগ উঠেছে। আজ বৃহস্পতিবার সকাল ৮টার দিকে উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন শ্রীপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নুরুল আমিন শ্রীপুর ইউনিয়নের শ্রীপুর গ্রামের মৃত তাহের আলীর ছেলে। তাঁর দুই ছেলে ও তিন মেয়ে রয়েছে।

নিহতের ভাই শাহ পরান ও শাহ জালাল আজকের পত্রিকাকে জানান, তাঁরা ছয় ভাই। সম্পত্তির ভাগ-বাঁটোয়ারা নিয়ে দীর্ঘদিন তাঁদের মাঝে ঝগড়া লেগেই থাকত। একাধিকবার বিচার-সালিস হলেও কোনো সমাধান হয়নি। এরপর আজ বৃহস্পতিবার সকাল ৮টার দিকে বাড়িতে সম্পত্তির বিষয়ে কথা-কাটাকাটি হয়। একপ্রর্যায়ে তিন ভাই নুরুল হক (৭০), শাহ আলম (৫০), শাহজাহান (৫৫) ও তাঁদের ছোট ভাই নুরুল আমিনকে (৬০) কিল-ঘুষি মারতে থাকেন।

তাঁরা আরও জানান, এ সময় পরিবারের অন্য সদস্যরা বাধা দিলেও থামাতে পারেনি। একপ্রর্যায়ে নুরুল আমিনকে মেরে মাটিতে ফেলে রাখে। পরে পরিবার লোকজন তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন তাহিরপুর থানার উপপরিদর্শক এসআই নাজমুল ইসলাম।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার আব্দুল্লাহ আল মামুন আজকের পত্রিকাকে বলেন, ‘হাসপাতালে আনার আগেই তিনি মারা গেছেন। শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি।’

শাকসু নির্বাচন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত বুধবার

প্রশাসনের অভিযানে ১০ নৌকা কেটে ধ্বংস

শাকসু নির্বাচনের দাবিতে শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা

শাকসু নির্বাচনের দাবিতে ফের বিক্ষোভে শিক্ষার্থীরা

১৩ ঘণ্টা অবরুদ্ধ থাকার পরে মুক্ত শাবি ভিসি, প্রোভিসি

হাইকোর্টের স্থগিতাদেশের বিরুদ্ধে আপিলের রায়ের পরদিনই শাকসু নির্বাচন, সিন্ডিকেটে সিদ্ধান্ত

অবরুদ্ধ শাবিপ্রবির ভিসি ও প্রো-ভিসি, পদত্যাগ দাবি

শাকসু নির্বাচনের দাবিতে আজ রাত ৯টা পর্যন্ত শিক্ষার্থীদের আলটিমেটাম

রিটকারী ভিপি প্রার্থী মমিনুর রশিদ শুভকে শাবিতে অবাঞ্ছিত ঘোষণা

হাইকোর্টে শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে সিলেটে মহাসড়ক অবরোধ, তীব্র যানজট