হোম > সারা দেশ > সুনামগঞ্জ

সুনামগঞ্জে সম্পত্তি ভাগ-বাঁটোয়ারা নিয়ে ছোট ভাইকে খুন

সুনামগঞ্জ প্রতিনিধি

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নে সম্পত্তির ভাগ-বাঁটোয়ারা নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নুরুল আমিন (৬০) খুন হয়েছেন বলে অভিযোগ উঠেছে। আজ বৃহস্পতিবার সকাল ৮টার দিকে উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন শ্রীপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নুরুল আমিন শ্রীপুর ইউনিয়নের শ্রীপুর গ্রামের মৃত তাহের আলীর ছেলে। তাঁর দুই ছেলে ও তিন মেয়ে রয়েছে।

নিহতের ভাই শাহ পরান ও শাহ জালাল আজকের পত্রিকাকে জানান, তাঁরা ছয় ভাই। সম্পত্তির ভাগ-বাঁটোয়ারা নিয়ে দীর্ঘদিন তাঁদের মাঝে ঝগড়া লেগেই থাকত। একাধিকবার বিচার-সালিস হলেও কোনো সমাধান হয়নি। এরপর আজ বৃহস্পতিবার সকাল ৮টার দিকে বাড়িতে সম্পত্তির বিষয়ে কথা-কাটাকাটি হয়। একপ্রর্যায়ে তিন ভাই নুরুল হক (৭০), শাহ আলম (৫০), শাহজাহান (৫৫) ও তাঁদের ছোট ভাই নুরুল আমিনকে (৬০) কিল-ঘুষি মারতে থাকেন।

তাঁরা আরও জানান, এ সময় পরিবারের অন্য সদস্যরা বাধা দিলেও থামাতে পারেনি। একপ্রর্যায়ে নুরুল আমিনকে মেরে মাটিতে ফেলে রাখে। পরে পরিবার লোকজন তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন তাহিরপুর থানার উপপরিদর্শক এসআই নাজমুল ইসলাম।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার আব্দুল্লাহ আল মামুন আজকের পত্রিকাকে বলেন, ‘হাসপাতালে আনার আগেই তিনি মারা গেছেন। শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি।’

বিএনপি নেতার অশালীন আচরণ, জমিয়ত সভাপতি মাওলানা ফারুককে শোকজ

শাকসু নির্বাচনের দাবিতে মধ্যরাতে বিক্ষোভে উত্তাল শাবিপ্রবি, ইসির স্থগিতাদেশ প্রত্যাহারের দাবি

সিলেট থেকে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু করবেন তারেক রহমান

অভিযানে জব্দ ২০ হাজার ঘনফুট বালু, ৫০ নৌকা ধ্বংস

মৌলভীবাজারে তাপমাত্রা নেমেছে ৭ ডিগ্রিতে

১৪ জানুয়ারি দেশব্যাপী কর্মবিরতির ঘোষণা হোটেল–রেস্তোরাঁর শ্রমিকদের

মব ভায়োলেন্স গণতন্ত্রকে ধ্বংস করে দিচ্ছে: মির্জা ফখরুল

সুনামগঞ্জ-৩ আসন: ৮ প্রার্থীর ৩ জনই কোটিপতি

নির্বাচনী হলফনামা: সম্পদ বেড়েছে আরিফের, স্ত্রীও হয়েছেন কোটিপতি

সিকৃবিতে কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষায় উপস্থিতির হার ৯৩.৪১ শতাংশ