হোম > সারা দেশ > সিলেট

অটোরিকশা-বালুবাহী ট্রাকচালকদের মারামারির জেরে সড়ক অবরোধ

সিলেট প্রতিনিধি

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় আজ মঙ্গলবার অটোরিকশা ও বালুবাহী ট্রাকচালকদের মধ্যে মারামারির ঘটনাকে কেন্দ্র করে মহাসড়ক অবরোধ। ছবি: সংগৃহীত

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় অটোরিকশা ও বালুবাহী ট্রাকচালকদের মধ্যে মারামারির ঘটনাকে কেন্দ্র করে দেড় ঘণ্টা আঞ্চলিক মহাসড়ক অবরোধ করেছেন ট্রাকশ্রমিকেরা। আজ মঙ্গলবার দুপুর সাড়ে ১২টা থেকে বেলা ২টা পর্যন্ত সিলেট-ভোলাগঞ্জ মহাসড়কের টুকের বাজার এলাকায় এই অবরোধ করা হয়।

মহাসড়ক অবরোধের কারণে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি পর্যটকেরাও বিপাকে পড়েন। পরে থানা-পুলিশ এসে অবরোধকারীদের সঙ্গে আলোচনা করে যান চলাচল স্বাভাবিক করে।

জানা গেছে, উপজেলার শিলেরভাঙ্গা সড়ক দিয়ে একটি বালুবাহী ট্রাক যাওয়ার সময় সড়কের বিপরীত দিক থেকে আসা অটোরিকশার সঙ্গে ধাক্কা লাগে। এ নিয়ে অটোরিকশা ও ট্রাকের চালকের মধ্যে বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে অটোচালকের সঙ্গে শিলেরভাঙ্গা এলাকার আরও কয়েকজন যোগ দিয়ে ট্রাকচালক ও তাঁর সহকারীকে মারধর করেন। এর প্রতিবাদে টুকের বাজার এলাকায় সিলেট-ভোলাগঞ্জ মহাসড়কে কয়েকটি ট্রাক আড়াআড়ি করে রাখেন ট্রাক, পিকআপ ভ্যান ও কাভার্ড ভ্যানের শ্রমিকেরা।

ট্রাক-পিকআপ ভ্যান ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের কোম্পানীগঞ্জ উপজেলার সভাপতি কবির আহমদ বলেন, ‘আমাদের দুজন সদস্যকে অটোরিকশার চালক ও তাঁদের সহযোগীরা মারধর করেছেন। শ্রমিক আহতের প্রতিবাদে অন্য শ্রমিকেরা সড়ক অবরোধ করেন। পরে পুলিশ অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে অবরোধ তুলে নেওয়া হয়। আহত শ্রমিকেরা হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।’

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজায়ের মাহমুদ আল আদনান আজকের পত্রিকাকে বলেন, ‘অটোরিকশা ও ট্রাকের চালকদের মারামারির ঘটনাকে কেন্দ্র করে সড়ক অবরোধ করেন শ্রমিকেরা। খবর পেয়ে পুলিশ এসে যানবাহন চলাচল স্বাভাবিক করে। মারামারির ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’

সিলেটে সিএনজিচালিত অটোরিকশা ছিনতাইয়ের জন্য চালককে হত্যা

মৌলভীবাজারের ৪টি আসন: নজরে চা-বাগান ও নতুন ভোটার

সিলেটে নিখোঁজ যুবকের হাত-পা ও মুখ বাঁধা লাশ উদ্ধার

নবীগঞ্জে ইটভাটার মালিককে ৩ লাখ টাকা জরিমানা

সিলেট বিভাগে ৩ প্রবাসী, ১ ব্যবসায়ী ও ১ শিক্ষার্থীকে প্রার্থী করল এনসিপি

সিকৃবির অধ্যাপক ড. লাকীকে সাময়িক বরখাস্ত

সিআইডি কর্মকর্তাকে ছুরিকাঘাত: ‘ছাত্রলীগ নেতা’ গ্রেপ্তার, ধারালো অস্ত্র উদ্ধার

সিলেটে পাথর ও বালু লুটের দায়ে ৮ জনের কারাদণ্ড

সিলেটের সাবেক মেয়র আনোয়ারুজ্জামানের বিরুদ্ধে দুদকের মামলা

সিলেটে যুবককে কুপিয়ে হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার