করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলেন মৌলভীবাজারের রাজনগর উপজেলা নির্বাচন কর্মকর্তা আলিফ লায়লা। বুধবার (৭ জুলাই) রাতে রাজধানী ঢাকার লালমাটিয়া সিটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।
জানা যায়, তিনি সপ্তাহখানেক আগে মৌলভীবাজারে করোনায় আক্রান্ত হন। অবস্থার অবনতি হলে পরে তাঁকে ঢাকায় স্থানান্তর করা হয়। তাঁর এক ছেলে ও এক মেয়ে রয়েছে। তাঁর স্বামী পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক হিসেবে কর্মরত। বর্তমানে আলিফ লায়লার স্বামীও করোনা আক্রান্ত হয়ে একই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এ বিষয়ে রাজনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রিয়াঙ্কা পাল জানান, আলিফ লায়লা এক সপ্তাহ আগে করোনায় আক্রান্ত হন। মৌলভীবাজারের রাজনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা পরীক্ষার পর পজিটিভ আসে। এরপর পরিস্থিতি খারাপ হলে ঢাকায় নিয়ে যাওয়া হয়।