হোম > সারা দেশ > সুনামগঞ্জ

শাল্লায় হাওরে নারীকে ধর্ষণচেষ্টা, গ্রেপ্তার যুবক

শাল্লা (সুনামগঞ্জ) প্রতিনিধি

সুনামগঞ্জের শাল্লা উপজেলার ছায়ার হাওরে দুই সন্তানের জননীকে ধর্ষণচেষ্টার অভিযোগে সুব্রত দাস (৩৫) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে থানা–পুলিশ। গতকাল বুধবার দিবাগত রাত ৩টার দিকে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি উপজেলার বাহাড়া ইউনিয়নের আঙ্গারুয়া গ্রামের বাসিন্দা। 

এর আগে এ ঘটনায় ভুক্তোভুগীর স্বামী বাদী হয়ে শাল্লা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেন। 

মামলার এজাহার সূত্রে জানা যায়, বুধবার সকালে দুই সন্তানের ওই জননী শাল্লার আনন্দপুর থেকে হাওরের রাস্তা দিয়ে হেঁটে স্বামীর বাড়ি নেত্রকোনার খালিয়াজুড়ি উপজেলার একটি গ্রামে যাচ্ছিলেন। এই দিন বৃষ্টি থাকায় হাওরে কোনো মানুষ ছিল না। তাই ছায়ার হাওরের চন্দ্রকোনা নামক জায়গায় যাওয়ার পর সুব্রত দাস ওই মহিলার পথরোধ করে। 

এরপর ওই নারীর কোলে থাকা ৬ মাসের বাচ্চার গলায় কাঁচি ধরে মেরে ফেলার ভয় দেখিয়ে তাঁকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করেন সুব্রত। এ ঘটনায় গত বুধবার রাতে ওই নারীর স্বামী নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। পরদিন রাতেই যুবককে গ্রেপ্তার করে পুলিশ। 

এ ব্যাপারে শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, ছায়ার হাওরের মধ্যে দুই সন্তানের জননীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে সুব্রত দাস নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে তাঁকে আদালতে সোপর্দ করা হয়েছে।

শাকসু নির্বাচন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত বুধবার

প্রশাসনের অভিযানে ১০ নৌকা কেটে ধ্বংস

শাকসু নির্বাচনের দাবিতে শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা

শাকসু নির্বাচনের দাবিতে ফের বিক্ষোভে শিক্ষার্থীরা

১৩ ঘণ্টা অবরুদ্ধ থাকার পরে মুক্ত শাবি ভিসি, প্রোভিসি

হাইকোর্টের স্থগিতাদেশের বিরুদ্ধে আপিলের রায়ের পরদিনই শাকসু নির্বাচন, সিন্ডিকেটে সিদ্ধান্ত

অবরুদ্ধ শাবিপ্রবির ভিসি ও প্রো-ভিসি, পদত্যাগ দাবি

শাকসু নির্বাচনের দাবিতে আজ রাত ৯টা পর্যন্ত শিক্ষার্থীদের আলটিমেটাম

রিটকারী ভিপি প্রার্থী মমিনুর রশিদ শুভকে শাবিতে অবাঞ্ছিত ঘোষণা

হাইকোর্টে শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে সিলেটে মহাসড়ক অবরোধ, তীব্র যানজট