হোম > সারা দেশ > সিলেট

উত্ত্যক্তের প্রতিবাদ করায় শিক্ষককে পিটুনি, গ্রেপ্তার ২ 

জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি

সুনামগঞ্জের জগন্নাথপুরের কুবাজপুর বাজার জামে মসজিদের সামনে গতকাল বুধবার স্কুলছাত্রীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় এক শিক্ষককে পিটিয়ে আহত করে কয়েকজন শিক্ষার্থী। এ ঘটনায় ওই শিক্ষকের ভাই শাহ আলম বাদী হয়ে জগন্নাথপুর থানায় মামলা দায়ের করে। আজ বৃহস্পতিবার ওই মামলায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

গ্রেপ্তাররা হলেন-মারজান মিয়া ও আনছার মিয়া। 

পুলিশ ও এলাকাবাসী থেকে জানা যায়, কুবাজপুর সুন্নিয়া আলিম মাদ্রাসার শিক্ষক সামসুল হক কয়েক দিন আগে স্থানীয় একটি বিদ্যালয়ের ছাত্রীদের উত্ত্যক্ত করার অভিযোগ পেয়ে ওই মাদ্রাসার নবম শ্রেণির ছাত্র কুবাজপুর গ্রামের কবির মিয়ার ছেলে মারজান মিয়াকে শ্রেণি কক্ষে শাসন করেন। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে মারজান, মাহিদ, নোমান ও আনছারসহ কয়েকজন মিলে বুধবার সন্ধ্যায় শিক্ষককে একা পেয়ে পিটিয়ে আহত করে। পরে এলাকার লোকজন আহত শিক্ষককে জগন্নাথপুর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। 

জগন্নাথপুর থানার উপপরিদর্শক (এস আই) আব্দুস ছত্তার বলেন, ‘অভিযোগ পাওয়ার পর সঙ্গে সঙ্গে তাদের গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারদের কারাগারে পাঠানো হয়েছে।’ 

শাকসু নির্বাচন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত বুধবার

প্রশাসনের অভিযানে ১০ নৌকা কেটে ধ্বংস

শাকসু নির্বাচনের দাবিতে শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা

শাকসু নির্বাচনের দাবিতে ফের বিক্ষোভে শিক্ষার্থীরা

১৩ ঘণ্টা অবরুদ্ধ থাকার পরে মুক্ত শাবি ভিসি, প্রোভিসি

হাইকোর্টের স্থগিতাদেশের বিরুদ্ধে আপিলের রায়ের পরদিনই শাকসু নির্বাচন, সিন্ডিকেটে সিদ্ধান্ত

অবরুদ্ধ শাবিপ্রবির ভিসি ও প্রো-ভিসি, পদত্যাগ দাবি

শাকসু নির্বাচনের দাবিতে আজ রাত ৯টা পর্যন্ত শিক্ষার্থীদের আলটিমেটাম

রিটকারী ভিপি প্রার্থী মমিনুর রশিদ শুভকে শাবিতে অবাঞ্ছিত ঘোষণা

হাইকোর্টে শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে সিলেটে মহাসড়ক অবরোধ, তীব্র যানজট