হোম > সারা দেশ > হবিগঞ্জ

ডাকাতের উৎপাত, রাতে বন্ধ থাকবে ঢাকা-সিলেট পুরোনো মহাসড়ক

হবিগঞ্জ প্রতিনিধি

সাতছড়ি জাতীয় উদ্যানের মাঝ দিয়ে যাওয়া ঢাকা-সিলেট পুরোনো মহাসড়ক। ছবি: আজকের পত্রিকা

হবিগঞ্জের মাধবপুর ও চুনারুঘাট উপজেলার ভেতরে ঢাকা-সিলেট পুরোনো মহাসড়কের ১৩ কিলোমিটার অংশে রাত ১০টার পর দূরপাল্লার গাড়ি চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে পুলিশ।

দেশে সম্প্রতি চুরি-ডাকাতি বৃদ্ধি পেয়েছে। বিভিন্ন সড়কে ঘটছে ডাকাতি। অন্যদিকে ১৩ কিলোমিটারের ওই সড়কটি দুর্গম পাহাড়ি এলাকায় ও চা-বাগানবেষ্টিত হওয়ায় মোবাইল ফোনের নেটওয়ার্ক পাওয়া যায় না। কেউ বিপদে পড়লেও তাৎক্ষণিকভাবে সাহায্য পাওয়ার উপায় থাকে না। তাই রাতে যান চলাচল বন্ধ রাখার এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আজ রোববার চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ঢাকা-সিলেট পুরোনো মহাসড়কের মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া থেকে চুনারুঘাট যাওয়ার রাস্তাটি জনসাধারণের জানমালের নিরাপত্তার স্বার্থে রাত ১০টার পর বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ওসি বলেন, ‘কেউ বিপদে পড়লে সাহায্যের জন্য আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন না। আর এই সুযোগটা নিচ্ছে অপরাধীরা। আইনশৃঙ্খলা কমিটির সভা ও হবিগঞ্জ পুলিশ সুপারের সঙ্গে কথা বলে এ সিদ্ধান্ত (রাস্তা বন্ধ রাখা) নেওয়া হয়েছে।’

পুলিশের এই কর্মকর্তা জানান, মাধবপুরের তেলিয়াপাড়া এলাকায় পুলিশের চেকপোস্ট থাকবে। কেউ চুনারুঘাট যেতে চাইলে তাঁকে বিকল্প হিসেবে বর্তমান ঢাকা-সিলেট মহাসড়ক হয়ে যাওয়ার জন্য বলা হচ্ছে। আর ওই এলাকার স্থানীয় বাসিন্দাদের চলাচলে সহযোগিতা করবে পুলিশ।

মৌলভীবাজারে আ.লীগের ৯ নেতা-কর্মী গ্রেপ্তার

সিলেট সীমান্তে খাসিয়াদের গুলিতে ২ জন নিহত

সিলেটে প্রথম আলো অফিসের সাইনবোর্ড, গ্লাস ভাঙচুর

কোন্দলই বিএনপির বড় সংকট

সিলেটে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত তিন

হত্যা মামলায় বিয়ানীবাজার পৌর আ. লীগ সভাপতি গ্রেপ্তার

সিলেটে যেসব এলাকায় ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না বুধবার

চবি উপ-উপাচার্যের পদে থাকার নৈতিক অধিকার নেই: নাছির উদ্দীন

শাকসু নির্বাচন: ছাত্রদলের ২২ সদস্যের প্যানেল ঘোষণা, নারী প্রার্থী একজন ও মুক্তিযুদ্ধ সম্পাদক পদ ফাঁকা

বেড়িবাঁধের মাটি কাটার সময় মাটিচাপায় শ্রমিকের মৃত্যু