হোম > সারা দেশ > মৌলভীবাজার

বড়লেখায় স্কুলের জমি দখল করে মার্কেট নির্মাণের অভিযোগ

বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার উত্তর বর্ণি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সরকারি জমি দখল করে মার্কেট নির্মাণের অভিযোগ উঠেছে স্থানীয় প্রভাবশালীদের বিরুদ্ধে। এর আগে তাঁরা স্কুলের জায়গার লক্ষাধিক টাকার বিভিন্ন প্রজাতির গাছ কেটে আত্মসাৎ করেছেন। 

এ ব্যাপারে স্কুলের প্রধান শিক্ষক ও ম্যানেজিং কমিটির সহসভাপতি নজরুল ইসলাম স্থানীয় দুই প্রভাবশালী আব্দুন নুর ও ফাওদুল ইসলামের বিরুদ্ধে ইউএনও বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন। 

অভিযোগ সূত্রে জানা গেছে, ১৯৭১ সালে প্রতিষ্ঠিত বিদ্যালয়টির নামে ৫৩ শতাংশ জমি রয়েছে। এর মধ্যে ২৯ শতাংশের ওপর নির্মিত একাডেমিক ভবনে চলছে শ্রেণি কার্যক্রম। এর পাশে ২৪ শতাংশ জমির ওপর রয়েছে বিভিন্ন প্রজাতির গাছ-গাছালি। ওই জমি স্থানীয় প্রভাবশালী আব্দুন নুর ও তাঁর ছেলে ফাওদুল ইসলামের বসতবাড়ির সামনে হওয়ায় তাঁদের দৃষ্টি পড়ে। 

গত ৩ ডিসেম্বর পিতা-পুত্র মিলে জোরপূর্বক স্কুলের জমির লক্ষাধিক টাকার গাছ কেটে নেন। প্রধান শিক্ষক ও স্কুল ম্যানেজিং কমিটির বাধা-নিষেধ সত্ত্বেও তাঁরা গত ১২ ডিসেম্বর স্কুলের জমি দখল করে মার্কেট নির্মাণের কাজ শুরু করেন। এতে এলাকায় চাপা ক্ষোভ ও উত্তেজনা দেখা দিলে থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। 

এ ব্যাপারে আব্দুন নুর ও তার ছেলে ফাওদুল ইসলাম বলেন, তাঁরা জালাল উদ্দিন নামে এক ব্যক্তির কাছ থেকে জমি বিনিময় সূত্রে মালিক হয়ে ওই জমিতে মার্কেট নির্মাণ করছেন। তবে তাঁদের নামে ওই জমির রেজিস্ট্রেশনকৃত কোনো দলিল নেই। 

স্কুলের প্রধান শিক্ষক নজরুল ইসলাম বলেন, ‘বসতবাড়ির সামনে হওয়ায় তাঁরা সরকারি জমির গাছ আত্মসাতের পর জোরপূর্বক মার্কেট নির্মাণ করছেন। প্রশাসন দ্রুত ব্যবস্থা না নিলে আসন্ন শীতকালীন বন্ধের সময় স্কুলের জমি বেদখল হওয়ার আশঙ্কা রয়েছে।’ 

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খন্দকার মুদাচ্ছির বিন আলী আজকের পত্রিকাকে বলেন, ‘অভিযোগ পেয়েছি। এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য সহকারী কমিশনারকে (ভূমি) নির্দেশ দিয়েছি।’ 

সিলেটে পরিত্যক্ত অবস্থায় অবিস্ফোরিত মর্টার শেল উদ্ধার

হবিগঞ্জে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে জামায়াতের প্রার্থীকে শোকজ

সিলেটে জুয়া খেলা অবস্থায় আটক ৭

ভোলাগঞ্জ স্থলবন্দর উদ্বোধন করলেন নৌপরিবহন উপদেষ্টা

জৈন্তাপুরে সড়ক দুর্ঘটনায় একজন নিহত

সিলেটে ট্রলির ধাক্কায় মসজিদের ইমাম নিহত

জৈন্তাপুরে সাড়ে ১৬ হাজার ঘনফুট বালু জব্দ, নিলামে বিক্রি

মৌলভীবাজারে আ.লীগের ৯ নেতা-কর্মী গ্রেপ্তার

সিলেট সীমান্তে খাসিয়াদের গুলিতে ২ জন নিহত

সিলেটে প্রথম আলো অফিসের সাইনবোর্ড, গ্লাস ভাঙচুর