হোম > সারা দেশ > মৌলভীবাজার

বন্যার পানিতে মাছ ধরতে গিয়ে সাপের কামড়ে যুবকের মৃত্যু

কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি

মৌলভীবাজারের কুলাউড়া পৌর এলাকায় বন্যার পানিতে মাছ ধরতে গিয়ে সাপের কামড়ে এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল সোমবার রাত ১০টার দিকে পৌর শহরের উছলাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আজ মঙ্গলবার ওঝা মৃত্যু নিশ্চিত করার পর বেলা ৩টায় তাঁর জানাজা সম্পন্ন করে পরিবার। 

নিহত শিপু আহমেদ (২৮) পৌর এলাকার ৮ নম্বর ওয়ার্ডের বাদে মনসুর গ্রামের বাসিন্দা মাখন মিয়ার ছেলে।

এদিকে চিকিৎসক শিপুকে মৃত ঘোষণার পরও পরিবারের লোকজন তাঁকে বাঁচাতে ওঝা নিয়ে এসে ব্যর্থ হন।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, গত কয়েক দিনের বর্ষণ ও পাহাড়ি ঢলে কুলাউড়া পৌর এলাকাসহ উপজেলার বিভিন্ন এলাকা প্লাবিত হয়। এসব স্থানে স্থানীয় লোকজন প্রতিদিন মাছ শিকারে ব্যস্ত হয়ে যান। সোমবার রাত ৮টার দিকে শিপুও জাল নিয়ে বাড়ির পাশে উছলাপাড়ায় বন্যার পানিতে মাছ ধরতে যান। একপর্যায়ে বিষাক্ত সাপ তাঁর মাথায় ছোবল মারে। এরপর রাত ১১টার দিকে তাঁকে উদ্ধার করে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক শিপুকে মৃত ঘোষণা করেন।

এদিকে স্থানীয় বাসিন্দা আল মামুন জানান, সাপের কামড়ে মৃত শিপুকে বাঁচাতে পরিবার ওঝার শরণাপন্ন হয়। ওঝা আজ মঙ্গলবার দুপুরে এসে দেড় ঘণ্টা ওই এলাকায় শিপুকে ছোবল দেওয়া সাপের খোঁজ করেন। পরে না পেয়ে শিপুকে বাঁচানো যাবে না বলে জানিয়ে চলে যান।

কুলাউড়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আতাউর রহমান চৌধুরী বলেন, শিপু রাতে জাল দিয়ে মাছ ধরার সময় বিষাক্ত সাপ তাঁর কপালে ছোবল মারে। আজ মঙ্গলবার বেলা ২টায় তাঁর জানাজা হওয়ার কথা ছিল। পরিবারের লোকজন তাঁর মৃত্যু না মানায় সাপের বিষ ঝাড়তে পাঁচজন ওঝা নিয়ে আসেন। ওঝারা এসে তাঁর মরদেহ দেখে বলেন বাঁচানো যাবে না। পরে বেলা সাড়ে ৩টার দিকে জানাজা অনুষ্ঠিত হয়।

বিএনপি নেতার অশালীন আচরণ, জমিয়ত সভাপতি মাওলানা ফারুককে শোকজ

শাকসু নির্বাচনের দাবিতে মধ্যরাতে বিক্ষোভে উত্তাল শাবিপ্রবি, ইসির স্থগিতাদেশ প্রত্যাহারের দাবি

সিলেট থেকে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু করবেন তারেক রহমান

অভিযানে জব্দ ২০ হাজার ঘনফুট বালু, ৫০ নৌকা ধ্বংস

মৌলভীবাজারে তাপমাত্রা নেমেছে ৭ ডিগ্রিতে

১৪ জানুয়ারি দেশব্যাপী কর্মবিরতির ঘোষণা হোটেল–রেস্তোরাঁর শ্রমিকদের

মব ভায়োলেন্স গণতন্ত্রকে ধ্বংস করে দিচ্ছে: মির্জা ফখরুল

সুনামগঞ্জ-৩ আসন: ৮ প্রার্থীর ৩ জনই কোটিপতি

নির্বাচনী হলফনামা: সম্পদ বেড়েছে আরিফের, স্ত্রীও হয়েছেন কোটিপতি

সিকৃবিতে কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষায় উপস্থিতির হার ৯৩.৪১ শতাংশ