হোম > সারা দেশ > সিলেট

সিলেটে ট্রাকচাপায় অটোরিকশার ৪ যাত্রী নিহত

নিজস্ব প্রতিবেদক, সিলেট

সিলেটের গোলাপগঞ্জে ট্রাক চাপায় সিএনজি চালিত অটোরিকশার ৪ যাত্রী নিহত হয়েছেন। রোববার (১২ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে সিলেট-জকিগঞ্জ সড়কের ফুলবাড়ি ইউনিয়নের হাজিপুর এওলাটিকর নামকস্থানে এ দুর্ঘটনা ঘটে। 

নিহতেরা হলেন-বিয়ানীবাজার উপজেলার মাটিকাটা গ্রামের সিরাজ মিয়ার স্ত্রী জেবু বেগম (৪৫) ও তাঁর ছেলে নুরুল ইসলাম সাজিদ (২৫)। অপর দুজন হলেন বিয়ানীবাজার উপজেলার পৌর এলাকার নয়াগ্রামের ফারুক আহমদের স্ত্রী রাশেদা বেগম (৩৮) ও তাঁর মেয়ে ফারিয়া আক্তার (১৬)। 

স্থানীয়রা জানান, সিলেট থেকে ছেড়ে আসা একটি ট্রাক বিয়ানীবাজার থেকে ছেড়ে আসা একটি সিএনজি চালিত অটোরিকশাকে সিলেট-জকিগঞ্জ সড়কের ফুলবাড়ি ইউনিয়নের হাজিপুর এওলাটিকর নামক স্থানে চাপা দেয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। অটোরিকশায় থাকা যাত্রী মা-ছেলে ঘটনাস্থলেই নিহত হন। পরে আহত অবস্থায় বাকিদের সিলেট এম এ জি ওসমানী হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৭টার দিকে রাশেদা বেগম ও তাঁর মেয়ে ফারিয়া মারা যান। ঘটনার পর থেকে ট্রাক চালক ও অটোরিকশার চালক পলাতক রয়েছে। 

গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনায় ঘটনাস্থলেই মা-ছেলের মৃত্যু হয় এবং হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মা-মেয়ের মৃত্যু হয়। ট্রাক ও অটোরিকশার চালককে ধরতে পুলিশ অভিযান চলছে। 

সিলেটে যেসব এলাকায় ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না বুধবার

চবি উপ-উপাচার্যের পদে থাকার নৈতিক অধিকার নেই: নাছির উদ্দীন

শাকসু নির্বাচন: ছাত্রদলের ২২ সদস্যের প্যানেল ঘোষণা, নারী প্রার্থী একজন ও মুক্তিযুদ্ধ সম্পাদক পদ ফাঁকা

বেড়িবাঁধের মাটি কাটার সময় মাটিচাপায় শ্রমিকের মৃত্যু

সিলেটে সিএনজিচালিত অটোরিকশা ছিনতাইয়ের জন্য চালককে হত্যা

মৌলভীবাজারের ৪টি আসন: নজরে চা-বাগান ও নতুন ভোটার

সিলেটে নিখোঁজ যুবকের হাত-পা ও মুখ বাঁধা লাশ উদ্ধার

নবীগঞ্জে ইটভাটার মালিককে ৩ লাখ টাকা জরিমানা

সিলেট বিভাগে ৩ প্রবাসী, ১ ব্যবসায়ী ও ১ শিক্ষার্থীকে প্রার্থী করল এনসিপি

সিকৃবির অধ্যাপক ড. লাকীকে সাময়িক বরখাস্ত