হোম > সারা দেশ > সিলেট

সিলেটে করোনায় একজনের মৃত্যু

সিলেট প্রতিনিধি

প্রতীকী ছবি

সিলেটে করোনায় আক্রান্ত হয়ে একজনের (৬৯) মৃত্যু হয়েছে। গত বৃহস্পতিবার করোনার বিশেষায়িত হাসপাতাল সিলেট শহীদ শামসুদ্দিন হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

আজ শনিবার বিষয়টি নিশ্চিত করে সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালক আনিসুর রহমান বলেন, ‘করোনা আক্রান্ত এক ব্যক্তি গত বৃহস্পতিবার সন্ধ্যায় আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মেডিকেল রিপোর্ট না পাওয়া ও গতকাল শুক্রবার বন্ধ থাকার কারণে আমরা গণমাধ্যমকে জানাতে পারিনি।’

ওই ব্যক্তি শ্বাসকষ্টসহ নানা রোগে আক্রান্ত হয়ে গত সোমবার হাসপাতালে ভর্তি হন। সিলেটে যাঁরাই করোনায় আক্রান্ত হচ্ছেন, তাঁদের অধিকাংশের বয়স পঞ্চাশোর্ধ্ব।

এদিকে গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে ২২ জনের করোনা পরীক্ষা করা হলেও কোনো শনাক্ত নেই। বর্তমানে সিলেটে করোনা পজিটিভ রোগীর সংখ্যা ২০ জন। তাঁদের মধ্যে মাত্র আটজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এর মধ্যে শহীদ শামসুদ্দিন হাসপাতালে তিনজন, ইবনে সিনা হাসপাতালে দুজন, নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে একজন, রাগীব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতাল ও আল হারামাইন হাসপাতালে একজন করে। অপর ১২ জন নিজ নিজ বাড়িতেই চিকিৎসা নিচ্ছেন বলে জানা গেছে।

শাকসু নির্বাচন ২০ জানুয়ারিই হবে

‘মব’ করে ইউপি চেয়ারম্যানকে হেনস্তা, গ্রেপ্তারের পর জামিন

সিলেটে বিএনপি নেতা মানিক সেনাবাহিনীর হাতে আটক

বিএনপি নেতার অশালীন আচরণ, জমিয়ত সভাপতি মাওলানা ফারুককে শোকজ

শাকসু নির্বাচনের দাবিতে মধ্যরাতে বিক্ষোভে উত্তাল শাবিপ্রবি, ইসির স্থগিতাদেশ প্রত্যাহারের দাবি

সিলেট থেকে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু করবেন তারেক রহমান

অভিযানে জব্দ ২০ হাজার ঘনফুট বালু, ৫০ নৌকা ধ্বংস

মৌলভীবাজারে তাপমাত্রা নেমেছে ৭ ডিগ্রিতে

১৪ জানুয়ারি দেশব্যাপী কর্মবিরতির ঘোষণা হোটেল–রেস্তোরাঁর শ্রমিকদের

মব ভায়োলেন্স গণতন্ত্রকে ধ্বংস করে দিচ্ছে: মির্জা ফখরুল