হোম > সারা দেশ > সিলেট

সিলেটে করোনায় একজনের মৃত্যু

সিলেট প্রতিনিধি

প্রতীকী ছবি

সিলেটে করোনায় আক্রান্ত হয়ে একজনের (৬৯) মৃত্যু হয়েছে। গত বৃহস্পতিবার করোনার বিশেষায়িত হাসপাতাল সিলেট শহীদ শামসুদ্দিন হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

আজ শনিবার বিষয়টি নিশ্চিত করে সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালক আনিসুর রহমান বলেন, ‘করোনা আক্রান্ত এক ব্যক্তি গত বৃহস্পতিবার সন্ধ্যায় আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মেডিকেল রিপোর্ট না পাওয়া ও গতকাল শুক্রবার বন্ধ থাকার কারণে আমরা গণমাধ্যমকে জানাতে পারিনি।’

ওই ব্যক্তি শ্বাসকষ্টসহ নানা রোগে আক্রান্ত হয়ে গত সোমবার হাসপাতালে ভর্তি হন। সিলেটে যাঁরাই করোনায় আক্রান্ত হচ্ছেন, তাঁদের অধিকাংশের বয়স পঞ্চাশোর্ধ্ব।

এদিকে গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে ২২ জনের করোনা পরীক্ষা করা হলেও কোনো শনাক্ত নেই। বর্তমানে সিলেটে করোনা পজিটিভ রোগীর সংখ্যা ২০ জন। তাঁদের মধ্যে মাত্র আটজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এর মধ্যে শহীদ শামসুদ্দিন হাসপাতালে তিনজন, ইবনে সিনা হাসপাতালে দুজন, নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে একজন, রাগীব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতাল ও আল হারামাইন হাসপাতালে একজন করে। অপর ১২ জন নিজ নিজ বাড়িতেই চিকিৎসা নিচ্ছেন বলে জানা গেছে।

শাকসু নির্বাচন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত বুধবার

প্রশাসনের অভিযানে ১০ নৌকা কেটে ধ্বংস

শাকসু নির্বাচনের দাবিতে শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা

শাকসু নির্বাচনের দাবিতে ফের বিক্ষোভে শিক্ষার্থীরা

১৩ ঘণ্টা অবরুদ্ধ থাকার পরে মুক্ত শাবি ভিসি, প্রোভিসি

হাইকোর্টের স্থগিতাদেশের বিরুদ্ধে আপিলের রায়ের পরদিনই শাকসু নির্বাচন, সিন্ডিকেটে সিদ্ধান্ত

অবরুদ্ধ শাবিপ্রবির ভিসি ও প্রো-ভিসি, পদত্যাগ দাবি

শাকসু নির্বাচনের দাবিতে আজ রাত ৯টা পর্যন্ত শিক্ষার্থীদের আলটিমেটাম

রিটকারী ভিপি প্রার্থী মমিনুর রশিদ শুভকে শাবিতে অবাঞ্ছিত ঘোষণা

হাইকোর্টে শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে সিলেটে মহাসড়ক অবরোধ, তীব্র যানজট